আল নাসরের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অভিষেকের দিনে ইপিএলে হ্যাটট্রিক করলেন নরওয়ের আরলিং হালান্ড। রোনালদো প্রথম ম্যাচে গোল পেলেন না। তবে তাঁকে ঘিরে সৌদি আরবে উন্মাদনার পারদটা ছিল তুঙ্গে। একই দিনে হালান্ডের হ্যাটট্রিক  ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে জয় এনে দিল উলভসের বিরুদ্ধে। সেই সঙ্গে রোনাল্ডোকে হ্যাটট্রিক সংখ্যায় পিছনে ফেললেন হালান্ড। দলের কোচ পেপ গুয়ার্দিওলার একটি মন্তব্যই ম্যান সিটির জন্য ভোকাল টনিক হয়ে কাজ করল। তিনি বলেছিলেন, দলের মধ্যে আগের মতো গোল ক্ষুধাটা তিনি দেখতে পাচ্ছেন না। আর এমন চলতে থাকলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। ইপিএলে মোট ২০টি ম্যাচে হালান্ড ২৫ টি গোল করলেন।এর সঙ্গেই চারটি হ্যাটট্রিক করে হাল্যান্ড পিছনে ফেললেন রোনাল্ডোকে। ম্যান সিটির প্রথম গোলটি আসে খেলার ৪০ মিনিটে। দশ মিনিট পর পেনাল্টি থেকে দ্বিতীয় গোল এবং ৫৪ মিনিটে হালান্ড তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর