নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাইশ গজে বাজিমাত করলেও হকির টার্ফে ভারতীয় দলের স্বপ্নভঙ্গ। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ভারতীয় হকির ভবিষ্যৎকে উজ্জ্বল করতে যে সরণি তৈরি করছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, সেখানে পথ হারালেন হারমনপ্রীতের ভারতীয় দল। হকি বিশ্বকাপের গুরুত্ব ম্যাচে ভারত টাই ব্রেকারে ৪-৫ গোলে হারল নিউজিল্যান্ডের কাছে। ফলে কোয়ার্টার ফাইনালের আগেই ভারতকে ছিটকে যেতে হলো। ভারতের গোলরক্ষক পিআর শ্রীজেশ দুর্ভেদ্য হয়েও দলকে শেষপর্যন্ত রক্ষা করতে পারেননি। তিনি টাই ব্রেকারে দুটি গোল বাঁচলেও দলের খেলোয়াড়দের গোল করার ব্যর্থতায় ভারতকে হতাশ হতে হলো। তবে তৃতীয় শটের সময় শ্রীজেশ চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতেই ভেঙে পড়ে ভারত। বদলি গোলরক্ষক কৃষাণ পাঠক বিপক্ষের একটিও শট বাঁচাতে পারেননি। অন্যদিকে গ্রাহাম রিডের দল পেনাল্টি কর্নার থেকে গোল করতে ফের ব্যর্থ হয়ে নিজেদের দুর্বলতাকে প্রকট করল। সারা ম্যাচে দশ দশটা পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় দল। ভারত ২-০ গোলে এগিয়ে থাকার পরেও ফের ৩-১ গোলে এগিয়ে গিয়েও সাফল্যের মুখ দেখতে ব্যর্থ। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ৩-৩।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর