ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:২৮ ডিসেম্বর আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পঙে শিলাবৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
নতুন বছরে আফ্রিকা থেকে আরও ২০টি চিতা আনছে ভারত, এবার নতুন অতিথিদের ঠিকানা কোথায়?
ঠাণ্ডা কবে?
অন্যদিকে, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে, তবে উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আবারও বৃষ্টি হতে পারে, তবে বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।তবে, আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। এরপর পারদ ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নেমে আসবে। একইভাবে, উত্তরবঙ্গের আবহাওয়া ২৯ ডিসেম্বর হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা অঞ্চলে।
কলকাতা থেকে ফুকেটঃ ইন্ডিগোর নতুন উড়ান রুট, বেড়ে যাচ্ছে পর্যটন সংযোগ!
এছাড়া, ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ২ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী ২ দিনে ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে, এরপর ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে।কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ এবং ২৯ ডিসেম্বর ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ৩০ ও ৩১ ডিসেম্বর তা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, এবং ১ ও ২ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।