weather report

ব্যুরো নিউজ,২ এপ্রিল : চৈত্র মাসের মাঝামাঝি সময়েই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে চরম গরম অনুভূত হচ্ছে। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলা তাপমাত্রা ক্রমশ বাড়ছে, যার ফলে সাধারণ মানুষ প্রচণ্ড অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই গরম আপাতত কমার কোনও সম্ভাবনা নেই। তবে, আশার কথা হল, খুব বেশি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও নেই। তবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে, যদিও এর ফলে গরমের দাপট বিশেষ কমবে না।

Today petrol price: আজ পেট্রল ও ডিজেলের দাম কোন রাজ্যে কত থাকছে এক নজরে জেনে নিন

হলুদ সতর্কতা জারি

Today’s gold rate: দিনে দিনে সোনা রুপোর দাম মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে,সেখান থেকে সামান্য স্বস্তি মঙ্গলবারে

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ কয়েকটি জেলায় চলতি সপ্তাহে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আবহাওয়া দফতর ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। শনিবারও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Today weather report: “রৌদ্রের” তাপদাহ থেকে খুব শীঘ্রই স্বস্তি মিলবে, ঝেঁপে বৃষ্টি আসবে এই জেলাগুলিতে

অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে গরমের পরিস্থিতি স্থিতিশীল থাকবে।

তবে দক্ষিণবঙ্গের মানুষের স্বস্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, বৃষ্টির পরে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে, যার ফলে অস্বস্তি আরও বাড়তে পারে। ফলে সামনের দিনগুলোতে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গরমের হাত থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর