ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর : দক্ষিণ বঙ্গোপসাগরে শনিবার নিম্নচাপ তৈরি হচ্ছে। এটি ধীরে ধীরে গভীর নিম্নচাপের আকার নিতে পারে। পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওই নিম্নচাপের অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের দিকে থাকবে। এর ফলে তামিলনাড়ুতে বৃষ্টিপাত হতে পারে।
মুখ্যমন্ত্রীর আলু রফতানি নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের উদ্বেগ
কোন কোন জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের সতর্ক থাকতে এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। রাজ্যের জেলাগুলিতে শুকনো আবহাওয়া বজায় থাকবে।উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনাতেও আগামী ৪৮ ঘণ্টায় কুয়াশার সতর্কতা রয়েছে।উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত কুয়াশার প্রভাব থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
বালিগঞ্জে আগুনে পুড়ল বস্তি, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন শহরের তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির মধ্যে থাকবে। সকালে কুয়াশা থাকলেও দিন বাড়লে আবহাওয়া মনোরম হবে।কেরল এবং পূর্ব বাংলাদেশে বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে ‘জেট স্ট্রিম উইন্ডস’-এর কারণে নতুন পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হচ্ছে। বাংলায় তার প্রভাব পড়বে কি না, তা এখনও নিশ্চিত নয়।