ব্যুরো নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ : লেহ্-তে শান্তিপূর্ণ বনধ্ চলাকালীন তা হিংসাত্মক রূপ নেওয়ায় এবং তাতে চারজনের মৃত্যু ও ৭০ জনেরও বেশি আহতের ঘটনার কয়েকদিন পর জলবায়ু কর্মী ও উদ্ভাবক সোনাম ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছে। ইউনিয়ন টেরিটরির জন্য পূর্ণাঙ্গ রাজ্য মর্যাদা দাবি করা আন্দোলনকারীদের উস্কে দেওয়ার অভিযোগে শুক্রবার তাঁকে কড়া জাতীয় নিরাপত্তা আইন (NSA) এর অধীনে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়। তাঁকে লেহ্ থেকে রাজস্থানের যোধপুর জেলে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানে কড়া নজরদারিতে রাখা হয়েছে।
কেন গ্রেফতার হলেন সোনাম ওয়াংচুক?
ওয়াংচুককে শুক্রবার দুপুরে মিডিয়াকে উদ্দেশ্য করে একটি প্রেস কনফারেন্স করার কথা ছিল, কিন্তু তার আগেই তাঁকে হেফাজতে নেওয়া হয়। তাঁর গ্রেফতারির প্রধান কারণগুলি হলো:
- বিক্ষোভকারীদের উস্কে দেওয়ার অভিযোগ: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) ওয়াংচুককে লেহ্-তে জনতাকে উত্তেজিত করার জন্য দায়ী করেছে। তাঁর ভাষণে ‘আরব বসন্ত’ এবং নেপালের ‘জেনজেড’ বিক্ষোভের কথা উল্লেখ করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার পর বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গাড়ি ও সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। এই হিংসাত্মক ঘটনাতেই চারজনের মৃত্যু হয়।
- FCRA লাইসেন্স বাতিল: গ্রেফতারের আগের দিনই স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) তাঁর অলাভজনক সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ (SECMOL) এর বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (FCRA), ২০১০ লাইসেন্স বাতিল করে দেয়।
- FCRA লঙ্ঘন ও আর্থিক অনিয়মের অভিযোগ: MHA-এর আদেশ অনুসারে, ওয়াংচুকের এনজিও বারবার বিদেশি অনুদান সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে। তাঁর ব্যক্তিগত ও যৌথ অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা জমা পড়েছে, যা FCRA আইনের সরাসরি লঙ্ঘন। তাঁর ৯টি ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যে ৮টিই নাকি তিনি ঘোষণা করেননি এবং এই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ বিদেশি অর্থ লেনদেন হয়েছে।
কেন্দ্র ও ওয়াংচুক: পাল্টাপাল্টি অভিযোগ
লাদাখের এই কর্মী, যিনি লেহ্ অ্যাপেক্স বডি (LAB) এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA)-এর অন্যতম প্রধান মুখ, তিনি লাদাখের পূর্ণাঙ্গ রাজ্য মর্যাদা এবং উপজাতি অধিকার সুরক্ষার জন্য ষষ্ঠ তফসিলের অধীনে অন্তর্ভুক্তির দাবিতে পাঁচ বছর ধরে চলা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।
অন্যদিকে, বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্র তাঁকে সম্প্রতি লেহ্-তে হওয়া হিংসার জন্য অভিযুক্ত করেছে। তবে ওয়াংচুক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, “এটি আমার দ্বারা উস্কে দেওয়া হয়েছে বলাটা মূল সমস্যা সমাধানের বদলে একটি বলির পাঁঠা খোঁজার চেষ্টা, এবং এটি আমাদের কোথাও নিয়ে যাবে না।”
CBI ও ED তদন্তের মুখে কর্মী
গ্রেফতারের পর ওয়াংচুককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর তদন্তের মুখে পড়তে হতে পারে। এর পাশাপাশি, তাঁর সংস্থার বিরুদ্ধে FCRA লঙ্ঘনের অভিযোগের জন্য CBI গত দুই মাস ধরে প্রাথমিক তদন্ত করছে।
লাদাখ প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লেহ্ এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও স্থগিত রেখেছে।