ঈদে এক দরগাতে যশ ও নুসরাত সোশ্যাল মিডিয়ায়

ব্যুরো নিউজ ১ এপ্রিল : বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইদ-উল-ফিতর আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। এই বিশেষ দিনে টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরাত জাহান তারকারা নিজেদের শুভেচ্ছা জানিয়েছেন। ইদের আগেই মুক্তি পেয়েছে তাদের নতুন গান “চাঁদমামা”, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। গানটি দুই বাংলার দর্শকদের মাঝে রোমান্টিক রসায়ন ছড়িয়ে দিয়েছে।ইদের দিন, যশ ও নুসরাতকে একসঙ্গে দেখা গেছে এক দরগাতে, যেখানে তারা সবাইকে ইদের শুভেচ্ছা জানান। তবে যশের পোস্ট করা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

ঈদগারে হাজারো মুসলিম নামাজ পড়ছে, হঠাৎই তাদের ওপর গোলাপ ফুলের পাপড়ি বর্ষণ, সম্প্রীতির বার্তা ছড়িয়ে এমন অভিনব উদ্যোগ নিল কারা।?

যশ দাশগুপ্ত একটি ছবিতে কালো রঙের জোব্বা জিলবাব পরা অবস্থায়, মাথায় সৌদি আরবের ঐতিহ্যবাহী বান্দানা এবং চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দরগা চত্বরে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। এই ছবি পোস্ট করার পর, ‘ইদ মুবারক’ শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গেই, তার কমেন্ট বক্সে “জয় শ্রী রাম” স্লোগান ভেসে ওঠে। কিছু মন্তব্যকারী অভিনেতার ধর্মীয় পরিচয় নিয়ে কটাক্ষ করতে শুরু করেন এবং এমনও মন্তব্য করা হয়, “এভাবেই নিজের ধর্মের বিনাশ করে এঁরা।”

“ধোনির পক্ষে ১০ ওভার ব্যাট করা সম্ভব নয়” – ফ্লেমিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক!

অন্যদিকে, একই দরগায় নুসরাত জাহানও ছবি তুলেছেন। তিনি নীল রঙের ঢিলেঢালা পোশাক খিমা পরেছিলেন। তবে, যশের মতো নুসরাতকে তেমন কোনো বিতর্কের মুখে পড়তে হয়নি। বরং, তার পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে এবং তার ছবি বেশ প্রশংসিত হয়েছে।এই ছবিগুলি কিছুদিন আগে, যখন যশ ও নুসরাত সৌদি আরব সফরে গিয়েছিলেন, তখন তোলা হয়েছিল। সেখানে তারা এক দরগায় গিয়ে এই ছবিগুলি তুলেছিলেন। এবার সেই পুরনো ছবি পোস্ট করে তারা সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদগারে হাজারো মুসলিম নামাজ পড়ছে, হঠাৎই তাদের ওপর গোলাপ ফুলের পাপড়ি বর্ষণ, সম্প্রীতির বার্তা ছড়িয়ে এমন অভিনব উদ্যোগ নিল কারা।?

প্রতি বছরই নুসরাত তার পরিবার নিয়ে ইদ উদযাপন করেন। এই বছরে তার ইদের পরিকল্পনা আরও বিশেষ। তিনি নিজে হাতে বিরিয়ানি রান্না করবেন এবং অতিথিদের পরিবেশন করবেন। এছাড়া, চাঁদনি রাতে মেহেন্দি সাজানো নুসরাতের প্রিয় একটি রীতি।এছাড়া, যশ ও নুসরাত অভিনীত নতুন ছবি ‘আড়ি’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে, যা নিয়ে দর্শকদের মাঝে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর