ব্যুরো নিউজ, ১৯ জুন : শক্তি বাড়াচ্ছে ভারত! ২৫ বছর পর পরমাণু শক্তিতে পাকিস্তানকে পিছনে ফেলল ভারত।
মক্কায় ৫৫০ জন হজ যাত্রীর মৃত্যু! প্রশাসনের তরফে সতর্ক বার্তা
১৯৯৯ সালের পর থেকে ওয়ারহেডের সংখ্যায় ভারতের থেকে এগিয়ে ছিল পাকিস্তান। নরেন্দ্র মোদী ২০১৪ সালে যখন ভারতের ক্ষমতায় আসে, তখন ভারতের হাতে পারমাণবিক ওয়ারহেড ছিল মাত্র ১০০টি। তারপর থেকেই পারমাণবিক অস্ত্রাগার শক্তিশালী করার লক্ষ্যে ক্রমাগত চেষ্টা করে চলেছে ভারত সরকার। আর এবার ২৫ বছর পর পারমাণবিক ওয়ারহেডের সংখ্যায় পাকিস্তানকে পেছনে ফেলল ভারত।
এবার IAS অফিসার হবে AI? সরকারি পদেও ভাগ বসাবে AI?
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা ‘সিপ্রি’-র প্রতিবেদনে জানানো হয়েছে, এখন ভারতের কাছে পারমাণবিক ওয়ারহেড রয়েছে ১৭২টি। যেখানে ২০২৩ সালে ভারতের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল ১৬৪। সেখানে এক বছরে ভারতের পারমাণবিক অস্ত্রাগারে আরও আটটি ওয়ারহেড যোগ হয়েছে।
ভারতের পারমাণবিক অস্ত্রাগারে নয়া ওয়ারহেড এলেও পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা কিন্তু বারেনি। ২০২৩ সালে তাদের ১৭০ টি পারমাণবিক ওয়ারহেড ছিল। আর ২০২৪ -এ এসেও সেই সংখ্যাই বহাল রইল পাকিস্থানের।