simba-update-after-shefali-death

ব্যুরো নিউজ ৭ জুলাই: শেফালীর মৃত্যুশোকে অসুস্থ সিম্বা? গুজবের জবাব দিলেন পরাগ ত্যাগী।টেলিভিশনের জনপ্রিয় মুখ শেফালী জরীওয়ালার মৃত্যু এক গভীর শোকের ছায়া ফেলেছে তার পরিবারে, বিশেষ করে তার প্রিয় পোষ্য সারমেয় সিম্বার ওপর। সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুজব রটে, শেফালীর মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েছে সিম্বা। অনেকে তো এ-ও জানতে চেয়েছেন, সিম্বা আদৌ বেঁচে আছে কি না!

পোষ্যপ্রেমীদের উদ্বেগ ছিল স্বাভাবিক

ঋতুস্রাবের দিন গুলোতে কি জরায়ুর পেশিতে জন্ত্রনা? ব্যথার ওষুধ নয়, পাতে আনুন সঠিক খাবার

গুজবের মাঝেই ভাইরাল সিম্বার ভিডিয়ো,এইসব কানাঘুষো ও উদ্বেগের মাঝে পরাগ ত্যাগী নিজেই মুখ খুলেছেন। তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, তিনি সিম্বাকে সঙ্গে নিয়ে এক বৃদ্ধার হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন। সেই বৃদ্ধা দু’হাত তুলে আশীর্বাদ করছেন পরাগ ও সিম্বাকে। ভিডিওটি দেখে স্বস্তি পেয়েছেন হাজারো পোষ্যপ্রেমী।

“সিম্বা মায়ের সব রীতিই পালন করেছে” — আবেগঘন বার্তা পরাগের।ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় পরাগ লেখেন, “সিম্বা সুস্থ ও সবল রয়েছে। মায়ের জন্য ছেলের যা যা রীতি পালন করার কথা, তার সবটাই সিম্বা করেছে। আমাদের সন্তানের জন্য যারা চিন্তিত ছিলেন, তাদের জন্যই এই ভিডিয়ো। কিছু হৃদয়হীন মানুষ আমাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে বেড়াচ্ছে, শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য।”

প্রিয়জন হারালে শুধু মানুষ নয়, পশুরাও মানসিক আঘাত পায় — এ কথা নতুন কিছু নয়। সেই কারণে সিম্বাকে নিয়ে অনেকে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন। পোষ্যদেরও তো কষ্ট হয়, শুধু তারা সেটা প্রকাশ করতে পারে না। অনেক সময় তারা সেই দুঃখে অসুস্থও হয়ে পড়ে।পোষ্যপ্রেমীদের উদ্বেগ ছিল স্বাভাবিক

গুজব যখন তুঙ্গে, তখনই সঠিক সময়ে পরাগের এই স্পষ্ট বার্তা আশ্বস্ত করেছে সবাইকে। পোষ্যপ্রেমীরা এখন নিশ্চিত, সিম্বা ভালো আছে এবং তার প্রিয় মায়ের জন্য সে সমস্ত ধর্মীয় রীতিতে অংশও নিয়েছে। এই ঘটনার পর নেটিজেনরা আবারও উপলব্ধি করছেন, পোষ্যেরাও পরিবারেরই সদস্য — এবং তাদের নিয়েও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর