ব্যুরো নিউজ,২৫ মার্চ : রোহিত শর্মা ও বিরাট কোহলির পরের প্রজন্মের ক্রিকেটারদের নাম উঠলে শ্রেয়স আইয়ারকে উপেক্ষা করা যায় না। তিনি এই সময়ের অন্যতম সেরা ব্যাটার। তবে ছোটবেলায় ক্রিকেটের প্রতি তাঁর বিশেষ টান ছিল না। কিন্তু ভাগ্যের লিখন যে অন্য কিছু ছিল, তা বোঝা গেল যখন ১৮ বছর বয়সে প্রবীণ আমরের নজরে আসেন। সেখান থেকেই শুরু হয় শ্রেয়সের ক্রিকেটীয় যাত্রা, আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
Paris olympics:এবারের অলিম্পিকের সমাপ্তি।২০২৮ অলিম্পিক্স লস আঞ্জেলাসে
সম্প্রতি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আরও একবার প্রমাণ করেছেন যে তিনি বড় মঞ্চের খেলোয়াড়। কিন্তু জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর সাফল্য কম নয়। গত আইপিএল মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। নেতৃত্বগুণ আর ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তাঁকে নিয়ে আলোচনা সবসময় থাকতো
আইপিএলের দুদিন আগেই বিবাহবিচ্ছেদে সিলমহর পড়ল যুজবেন্দ্র ও ধনশ্রীর
তবে চলতি আইপিএলে আর নাইট শিবিরে দেখা যাবে না তাঁকে। এবার তিনি প্রীতি জিন্টার মালিকানাধীন পাঞ্জাব কিংসের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। শ্রেয়সকে দলে পেতে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে টানাটানি হয়েছিল, তবে শেষ পর্যন্ত ২৬.৭৫ কোটি টাকায় তাঁকে নিয়ে নেয় পাঞ্জাব। কেকেআরকে চ্যাম্পিয়ন করিয়ে শাহরুখ খানের মুখে হাসি ফুটিয়েছিলেন তিনি। এবার কি প্রীতির দলের জন্যও একই কাণ্ড ঘটাতে পারবেন? সেটাই দেখার বিষয়।
পাঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশন শুরু, আপ সরকারকে তীব্র আক্রমণ বিরোধীদের
নতুন দলে নতুন চ্যালেঞ্জ, তবে শ্রেয়স আইয়ার ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি চাপের মধ্যে পারফর্ম করতে পারেন। তাঁর নেতৃত্বগুণ ও ব্যাটিং দক্ষতা পাঞ্জাব কিংসকে কেমন জায়গায় নিয়ে যায়, তা দেখার জন্য মুখিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা।