ব্যুরো নিউজ, ১১ জুন : শাহজাহান শেখকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য প্রকাশ্য আনলো ইডি। শাহজাহানের জমি দুর্নীতির টাকা পৌঁছেছিল তৃণমূলের পার্টি ফান্ডে। শাহজাহানের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে ইডির হাতে। চার্জশিটে সেই তথ্যও পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মহিলা পঞ্চায়েত প্রধানের ওপর হামলা, মারধরের অভিযোগ
পার্টি ফান্ডে যেত জমি দখলের টাকা!
বর্তমানে একাধিক মামলায় জর্জরিত শেখ শাহজাহান। এছাড়াও শাহজাহান ঘনিষ্ঠ আরো পাঁচজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ইডি। এরই মধ্যে সোমবার শাহজাহান-সহ আরও তিনজনকে কলকাতার নবোদয়রা আদালতে পেশ করা হয়। প্রত্যেকেই জামিনের আর্জি জানায়। অন্যদিকে চার্জশিট পেশ করে ইডি।
সুরেশ গোপীকে নিয়ে ‘ভুয়ো খবর’ কংগ্রেসের! গোপী ছাড়ছেন মন্ত্রক! আদতে কী ঘটেছে?
ইডি সূত্রে খবর, ২০১৮-২৩ পর্যন্ত জমি দখলের টাকা নাকি পার্টি ফান্ডে গিয়েছে। শাহজাহান ও শিবু হাজরাকে জেরা করে এমনই বিস্ফোরক তথ্য জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর সঙ্গে শাহজাহান ঘনিষ্ঠ আরও পাঁচজন যুক্ত রয়েছে বলে দাবি ইডি। তাদের খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে জেলিয়াখালিতে শিবপ্রসাদ হাজরা ৯০০ বিঘা দখল করেছিল বলে দাবি ইডির। এখন দেখার শেখ শাহজাহান মামলায় ইডির হাতে আর কী কী চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।