ব্যুরো নিউজ, ১৯ জুন : লোকসভা ভোটে জয়লাভ করেছেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। আলিপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। জয়লাভের পর মনোজ টিগ্গা লোকসভায় চলে গেছে। আর এরপর থেকে জল্পনা চলছিল বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক কে হবেন? কারণ তিনি বিধানসভার মুখ্য সচেতক ছিলেন। সূত্রের খবর, পরবর্তী বিজেপির বিধানসভার মুখ্য সচেতক হচ্ছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর।
জেল হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
মনোজ টিগ্গার আসনে এবার বসছেন শঙ্কর ঘোষ
শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক হলেও গোটা উত্তরবঙ্গের মানুষের নানা দাবি দাওয়া নিয়ে আগেও বেশ কয়েকবার সরব হয়েছেন। বিধানসভার অধিবেশনে উত্তরবঙ্গবাসীর নানা সমস্যার কথাও তুলে ধরেছেন। শুধু উত্তরবঙ্গ নয়, যে কোনও সমস্যা বিষয়ে তিনি বার বার সরব হয়েছে। নানা রকম ইস্যুতে বারবার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। চাপ বাড়িয়েছেন শাসক শিবিরের। আর এবার দায়িত্ব বাড়ালো সেই শঙ্কর ঘোষের। এই বিষয়ে শঙ্কর ঘোষ বলেন, ‘আমাকে এখনও আনুষ্ঠানিকভাব কিছু জানানো হয়নি৷ দল আমাকে যে দায়িত্ব দেবে আমি তা সব রকমভাবে পালন করব৷’