Suvendu Adhikari on police

ব্যুরো নিউজ, ২৮ ফেব্রুয়ারি: ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানেই শাহজাহানের অঙ্গুলি হেলনে একত্রিত হয় তার অনুগামীরা। এরপরেই আক্রান্ত ও রক্তাক্ত হয় তদন্তকারী আধিকারিকরা। তখন থেকেই পলাতক সন্দেশখালির ‘বাদশা’ শেখ শাহজাহান। তার নামে জারি করা হয় লুক আউট নোটিশ। যাতে কাটা তার টোপকে বাংলাদেশে পালিয়ে যেতে না পারে সে জন্য সতর্ক করা হয় বর্ডার সিকিউরিটি গার্ডকে। কিন্তু কিছু তেই নাগাল পাওয়া যায়নি শাহজাহানের।

Advertisement of Hill 2 Ocean

এদিকে শাহজাহান-সহ তার সাগরেদদের বিরদ্ধে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। কোনওভাবেই শাসকদলের প্রভাবশালী নেতা- মন্ত্রীদের সঙ্গে সমঝোতা করতে নারাজ সেখানকার মানুষ। সেখানেই দাবি উঠেছে শাহজাহানের গ্রেফতারির। পাশাপাশি সাধারণের রব শাহজাহানের ফাঁসি চাই। পাশাপাশি শাহজাহানের গ্রেফতারি ও শাস্তির দাবি তুলেছে সব বিরোধী রাজনৈতিক দলগুলিই। কিন্তু এরই মাঝে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।

কলেজে তৃণমূল ছাত্র রাজনীতির ‘গাজোয়ারি’

ঘটনার ৫৫ দিন পেড়িয়ে গেলেও এখনও অধরা সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। কিন্তু এদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘মঙ্গলবার মাঝ রাতেই শাহজাহানকে হেফাজতে নিয়েছে পুলিশ।’

আজ বেলা ১১ টা বেজে ৫৯ মিনিটে বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে, “শেখ শাহজাহান মমতার সুরক্ষিত হেফাজতেই রয়েছে। গতকাল রাত ১২ টা তেই মমতার পুলিশ তাকে বেরমজুর ২ গ্রাম পঞ্চায়েতএলাকা থেকে হেফাজতে নিয়েছে। প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সঙ্গে দরকষাকষি করেছে। যেখানে শাহজাহান পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন যথেষ্ট আরামদায়ক ভাবে থাকতে পারবে। এমনকি ফাইভ স্টার ক্যাটাগরির বিশেষ সুযোগ- সুবিধা পাবে। মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।” কটাক্ষ করে তিনি বলেছেন,  “সেখানে ফোনের মাধ্যমে তোলামূল পার্টিকে সে নেতৃত্ব দিতে পারবে।” পাশাপাশি এও বলেছেন, “সেখানে উডবার্ন ওয়ার্ডের একটি বিছানা প্রস্তুত রাখতে হবে, যেখানে সে কিছু সময় কাটাতে পারবে।” ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর