ব্যুরো নিউজ, ২২ জানুয়ারি:সম্প্রতি এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিলেন সইফ আলি খান, যিনি তাঁর বান্দ্রার বাড়িতে এক অজানা ব্যক্তির আক্রমণের শিকার হয়েছিলেন। ওই ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢুকে তাকে ছুরি দিয়ে আঘাত করেন, যাতে শেষপর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু এবার পুলিশ এই ঘটনার সম্পর্কে নতুন কিছু তথ্য প্রকাশ করেছে, যা আরও চমকপ্রদ।
স্বামীরা স্ত্রীদের উৎসাহিত করেন পরকীয়া করার জন্য। জানুন এরা কারা
কি তথ্য?
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সইফ আলি খানের বাড়িতে যখন ওই বাংলাদেশি ব্যক্তি ঢোকেন, তখন বাড়ির গার্ডরা ঘুমাচ্ছিলেন। পুলিশ জানায়, ঐ ব্যক্তি প্রথমে পাঁচিল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করেন। তখন তিনি লক্ষ্য করেন যে দুজন গার্ড ঘুমাচ্ছেন—একজন গার্ড কেবিনে এবং অন্যজন দরজার কাছে শুয়ে ছিলেন। সিসিটিভি ক্যামেরা এবং সঠিক নজরদারির অভাবে সহজেই সেই ব্যক্তি বাড়ির ভিতরে ঢুকে পড়তে পেরেছিলেন।তদন্তে আরও জানা যায় যে, ওই বাংলাদেশি ব্যক্তি ফকির বা শরিফুল ইসলাম শেহজাদ মহম্মদ রহিলা আমিন ফকির নামে পরিচিত, যিনি গত পাঁচ মাস ধরে মুম্বইয়ে বসবাস করছিলেন এবং বিভিন্ন ধরনের কাজ করতেন। একটি হাউজকিপিং এজেন্সির সাথে তিনি যুক্ত ছিলেন। ওই ব্যক্তি শুনেছিলেন যে বান্দ্রায় অনেক বড়লোকের বাস। এরপরেই সে সইফ আলি খানের বাড়িতে হামলা চালাতে যায়, তবে সে জানত না যে, এটি অভিনেতার বাড়ি।
আপনার চুলকে শক্তিশালী ও সুস্থ রাখার জন্য কি করবেন জেনে নিন
এদিন পুলিশ আরও জানিয়েছে যে, হামলার সময় সইফ আলি খান নিজের বাড়িতে উপস্থিত ছিলেন এবং হামলাকারী তাকে মুখোমুখি পেয়ে ছুরি দিয়ে আক্রমণ করেন। ছুরি দিয়ে আঘাত লেগে সইফের পিঠে একটি অংশ ঢুকে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করতে হয়, এবং সফলভাবে ছুরির টুকরো বের করা হয়। এখন তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।এ ঘটনাটি শোনার পর সইফ আলি খানের অনুরাগীরা এবং সাধারণ মানুষ শঙ্কিত, কেননা একজন জনপ্রিয় অভিনেতার বাড়িতে এমন আক্রমণ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একটি বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।