rujira-banerjee-in-supreme-court

ব্যুরো নিউজ, ৭ মার্চ: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় ইডি। সেখানেই এই মামলা প্রত্যাহার করার পরামর্শ দেন বিচারপতি।

সুপ্রিম স্বস্তি রুজিরার

১৬ মার্চ কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ আদালতের

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সংবাদ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ভুয়ো তথ্য রটানো হচ্ছে, গোপনীয়তার অধিকার খর্ব করা হচ্ছে। আর সেই বিষয়টি জানিয়ে হাইকোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন তিনি।

ujira-banerjee-in-supreme-court

গোপনীয়তা রক্ষা সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বেশ কিছু নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট রুজিরা ও তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে বলে, তল্লাশি চালানোর সময় কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইডি তার অভিযানের আগে সংবাদমাধ্যমকে সে বিষয়ে কিছু জানাতে পারবে না। আর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম করতে যায় ইডি। আর সেখানে ইডির আবেদন শুনতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ ইডির সেই আবেদন খারিজ করার আগে এই মামলা প্রত্যাহার করার পরামর্শ দেন। সেই পরামর্শ মত আবেদন প্রত্যাহার করে নেয় ইডি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর