ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার কি ফুরিয়ে আসছে? সম্প্রতি মেলবোর্ন টেস্টে ব্যর্থতার পর এই প্রশ্ন ফের উঠে এসেছে। প্রথম ইনিংসে মাত্র পাঁচ বলে তিন রান করার পর রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে, একের পর এক ব্যর্থতায় ভারতীয় দলের জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে।মেলবোর্ন টেস্টে রোহিতের আউট হওয়ার স্টাইলও বেশ আলোচনার সৃষ্টি করেছে। প্যাট কামিন্সের বলে যে ভাবে আউট হয়েছেন, তা নিয়ে বিস্মিত হয়েছেন অনেকেই, কারণ ওই বলটি এমনকি আউট হওয়ার মতোও ছিল না।
শুভেন্দু অধিকারীর সুরক্ষায় বড় পরিবর্তন, বাড়ানো হচ্ছে কড়াকড়ি
টেস্ট ক্যারিয়ার কি ফুরিয়ে আসছে?
অস্ট্রেলিয়ার বিভিন্ন ভেন্যুতে রোহিত শর্মার ব্যাটিং সংগ্রহ মোটেই প্রশংসনীয় নয়—পাঁচ ইনিংসে তাঁর রান মাত্র ১৯।এখন শোনা যাচ্ছে, প্রধান নির্বাচক অজিত আগরকর মেলবোর্নে রোহিত শর্মার সঙ্গে একান্তে আলোচনা করতে চলেছেন। জানা যাচ্ছে, যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে না পারে, তবে সিডনিতেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ খেলতে পারেন। এমনকি, ভবিষ্যতে লাল বলের ক্রিকেটে রোহিত শর্মার অন্তর্ভুক্তি নিয়েও চিন্তা ভাবনা হতে পারে।রোহিত শর্মার ব্যর্থতার পর ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছে। মেলবোর্নে ছ’নম্বরে ব্যাটিং করার পর, রোহিত ওপেনিংয়ে ফিরে আসেন, কিন্তু সেখানে তিনি দ্রুত আউট হন।
কেএল রাহুলের জায়গায় রোহিত ওপেনিং করেছেন, এবং শুভমন গিলকে বসিয়ে রাখা হয়। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, শুভমনকে বসিয়ে রোহিতের ওপেনিং করার লাভ কতটুকু হলো।এখনই বলাটা হয়তো সঠিক নয়, কিন্তু রোহিত শর্মার টেস্ট ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আসন্ন।