রোহিত শর্মাকে ‘মোটা’ বলার জেরে বিতর্কে কংগ্রেস নেত্রী

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ঘরে-বাইরে তোপের মুখে পড়েছেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। তিনি টুইট করে রোহিতকে “মোটা” বলে কটাক্ষ করেন এবং বলেন, “রোহিত শর্মার ওজন কমানো উচিত। খেলোয়াড় হিসেবে তিনি বেশ মোটা।” শুধু তাই নয়, তিনি আরও বলেন, রোহিত ভারতের অধিনায়কদের মধ্যে সবচেয়ে “আনইমপ্রেসিভ” বা অনুপ্রেরণাহীন।

দুবাইয়ের মাঠে সুবিধা পাচ্ছে ভারত? সমালোচনার জবাব দিলেন রোহিত শর্মা

রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া

এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয় বিতর্ক। বিজেপি সরব হয় শামার বিরুদ্ধে, যার জেরে কংগ্রেসের নির্দেশে তিনি টুইটটি মুছে ফেলেন। পরে শামা দাবি করেন, “আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, আর এর সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক নেই।” তবে কংগ্রেস তাঁর বক্তব্যের সঙ্গে একমত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

এই মন্তব্যকে “দুর্ভাগ্যজনক” বলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া। প্রাক্তন ক্রিকেটার এবং আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ হরভজন সিংও শামার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

বদলার লড়াইঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ট্রফির দৌড়ে এক ধাপ দূরে কি ভারত?

তবে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতে, শামা মহম্মদ যা বলেছেন, তা পুরোপুরি ভুল নয়। তাঁর মতে, “রোহিত যে ভাবে খেলছেন, তাতে তাঁর দলে থাকা উচিত নয়।”এই বিতর্কের পর রোহিত শর্মা নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে সমর্থকদের একাংশ শামার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর