চ্যাম্পিয়ন্স ট্রফিঃ রোহিতের কি ঠান্ডা লেগেছে? চিন্তার ভাঁজ সমর্থকদের কপালে

ব্যুরো নিউজ,২০ ফেব্রুয়ারি :চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। তবে বুধবার সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা যে ভাবে কাশছিলেন, তাতে কিছুটা চিন্তা দেখা দেয় সমর্থকদের মধ্যে। ১৭ মিনিট ৪১ সেকেন্ডের এই বৈঠকে রোহিত ১২ বার কাশলেন। কখনও খুকখুকে কাশি, কখনও আবার বেশ জোরে কাশি। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন এই সাংবাদিক বৈঠকটি হয়েছিল, যেখানে রোহিতের বার বার কাশি হওয়ায় তিনি কিছুটা অস্বস্তিতে পড়েন। পাশ থেকে এক সাংবাদিক তাকে জল দিতে চাইলেও রোহিত পান করেননি। কাশতে কাশতে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং ক্ষমাও চান। তবে দুবাইয়ে কিছুটা ঠান্ডা এবং বৃষ্টি হওয়ায় রোহিতের শরীর কিছুটা আক্রান্ত হতে পারে, কিন্তু সেটা নিশ্চিত বলা যায়নি। সমর্থকরা নিশ্চয়ই চান, মাঠে নামলে রোহিতের ব্যাট যেন সম্পূর্ণভাবে স্বচ্ছন্দে চলে।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপর্যয়

আকাশ মেঘলা থাকবে?

দুবাইয়ে গত দু’দিন বৃষ্টি হয়েছে এবং ম্যাচের দিন আকাশ মেঘলা থাকবে বলে আভাস মিলেছে। তবে শিশির পড়বে কি না, তা নিয়ে রোহিত কিছুটা সংশয়ে আছেন। তিনি বলেন, “শিশির পড়বে কি না বুঝতে পারছি না। ভারতের বিভিন্ন জায়গায় এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে ম্যাচের আগের দিন শিশির পড়েছে, কিন্তু ম্যাচের দিন তা পড়েনি। তাই আমি এই নিয়ে বেশি ভাবছি না।” আকাশ মেঘলা থাকলে, সেই অনুযায়ী ম্যাচে কৌশল পাল্টাতে হবে, বল করার সময় এবং ব্যাটিংয়ের সময় আলাদা চিন্তা করতে হবে।রোহিতকে জিজ্ঞেস করা হয়েছিল, দলের পাঁচ জন স্পিনার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার বিষয়ে। রোহিত স্পষ্ট ভাষায় বলেন, “পাঁচ জন স্পিনার কোথায়? আমাদের দলে দু’জন স্পিনার রয়েছে। বাকি তিন জন অলরাউন্ডার। ওরা ব্যাটও করতে পারে এবং বোলিংও। অনেক দলে পেসার-অলরাউন্ডার থাকে, তাই আমাদের একদম ছ’জন পেসার বলা যাবে না। আমাদের শক্তি অনুযায়ী দল সাজিয়েছি।”

রোহিত পাকিস্তান ম্যাচের কথা এখনই ভাবছেন না, তিনি একে একে ম্যাচ ধরে এগোতে চান। তিনি দুবাইয়ের নেট বোলারদেরও প্রশংসা করেছেন এবং বলেছেন, “আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।” রোহিত সহ-অধিনায়ক শুভমন গিলের প্রশংসা করতে ভুলেননি। তিনি বলেছেন, “শুভমন খুব ভাল ব্যাটার। সাদা বল এবং লাল বলের ক্রিকেটের মধ্যে পার্থক্যটা বুঝে খেলতে হবে। পরিসংখ্যান আমি তেমন দেখি না, তবে জানি যে সে ভালো খেলবে। ভবিষ্যতে শুভমন সব ধরনের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলবে।”

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এও ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, এর আগেও ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধেই ছিল, জানুন বিস্তারিত

চোট সারিয়ে ফিরে আসা মহম্মদ শামিকে নিয়েও চিন্তিত নন রোহিত। তিনি বলেছেন, “শামির মতো অভিজ্ঞ খেলোয়াড় যখন সুস্থ থাকে, তাকে খেলানো উচিত। আমরা চেয়েছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামি সুস্থ হয়ে উঠুক, এবং সেটি হয়েছে। কুলদীপ যাদবের হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে, তবে সে এখন ভাল খেলবে। ওরা অভিজ্ঞ ক্রিকেটার, আমাদের তাদের উপর বেশি চাপ ফেলতে হবে না।”রোহিতের ফোকাস এখন কেবল ম্যাচের উপর, এবং তিনি জানিয়ে দিয়েছেন, দল ম্যাচ ধরে ধরে এগোবে এবং সেরা পারফরম্যান্স দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর