ব্যুরো নিউজ,১৭ ফেব্রুয়ারি :১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হবে এবং ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল। দলের অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ইতিমধ্যে দুবাই পৌঁছেছে, সেখানে রবিবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে। কিন্তু অনুশীলনের প্রথম দিনেই টিম ইন্ডিয়া একটি বড় ধাক্কা খেয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগেই পাকিস্তান দলে খুশির খবর, সুস্থ হয়ে ফিরছেন হ্যারিস রউফ
মাটিতে পড়ে যান?
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে, ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত অনুশীলনের সময় বাঁ-হাঁটুতে চোট পেয়েছেন। রিপোর্ট অনুযায়ী, নেট সেশনে হার্দিক পান্ডিয়া ব্যাটিং করছিলেন এবং পন্ত তার পাশেই দাঁড়িয়ে ছিলেন। পান্ডিয়া একটি শট মারলে, সেটি সরাসরি ঋষভ পন্তের বাঁ-হাঁটুতে গিয়ে লাগে। এতে পন্ত ব্যথায় কাতরাতে থাকেন এবং মাটিতে পড়ে যান।হাঁটুতে বল লাগার পর পন্তকে মাটিতে শুয়ে পড়তে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম মাঠে তার চিকিৎসা শুরু করে। তাঁর হাঁটুতে বরফের প্যাক লাগানোর পর, পন্তকে তীব্র ব্যথায় ছটফট করতে দেখা যায়। এরপর, তিনি হাঁটতে গিয়ে মুখে যন্ত্রণার অভিব্যক্তি প্রকাশ করেন। হার্দিক পান্ডিয়া তড়িঘড়ি জিজ্ঞেস করেন, “আপনি ঠিক আছেন তো?”, এর পর দু’জনেই একে অপরকে জড়িয়ে ধরেন। পন্তের হাঁটুতে ভারী ব্যান্ডেজ বেঁধে দেওয়ার পর, তিনি ধীরে ধীরে চেঞ্জিং রুমে চলে যান।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঋষভ পন্ত এবং কেএল রাহুলকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নির্বাচন করা হয়েছে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, কেএল রাহুলকেই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে এবং দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে থাকবেন পন্ত। তবে, যদি পন্ত পুরোপুরি সুস্থ না হন, তাহলে ভারতীয় দলকে পুরোপুরি কেএল রাহুলের উপর নির্ভর করতে হতে পারে অথবা অন্য কোনো উইকেটরক্ষককে দলের সঙ্গে যোগ করতে হতে পারে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন ও জয়শঙ্করের গুরুত্বপূর্ণ বৈঠক
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
রিজার্ভ:
যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ, শিবম দুবে।