চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলে অশান্তি

ব্যুরো নিউজ, ১৯ ফেব্রুয়ারি:বুধবার থেকে শুরু হতে চলেছে  চ্যাম্পিয়ন্স ট্রফি, আর তার আগেই ভারতীয় দলের সাজঘরে কিছুটা অশান্তির খবর পাওয়া গিয়েছে। কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে খুশি নন উইকেটরক্ষক ঋষভ পন্থ। গম্ভীরের অধীনে এটি প্রথম আইসিসি ট্রফি যেখানে ভারত খেলতে নামছে এবং এই প্রতিযোগিতায় ভারত দু’জন উইকেটরক্ষক নিয়ে গেছে—লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ।

মহিলাদের প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম জয়: গুজরাত জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়ে জয় পেল মুম্বই

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলছে। সেখানে রাহুলকে খেলানো হয়েছে, তবে প্রথম দুই ম্যাচে রান পাননি তিনি। তৃতীয় ম্যাচে ৪০ রান করার পর গম্ভীর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রথম উইকেটরক্ষক হিসেবে তার পছন্দ রাহুল। যদি রাহুল খেলার অনুপযুক্ত হন, তবে পন্থের সুযোগ হবে। তবে কোচের এই সিদ্ধান্তে আপত্তি রয়েছে পন্থের, কারণ তাঁকে মূল দলের বাইরে রাখা হচ্ছে।

ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার পর সুস্থ হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি দলে জায়গা পেলেও, এক দিনের দলে সেভাবে সুযোগ পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কোচের সিদ্ধান্ত অনুযায়ী, যদি রাহুল খেলেন, তাহলে পন্থকে পুরো প্রতিযোগিতা বেঞ্চে বসে থাকতে হবে। এ কারণে পন্থ কিছুটা হতাশ। তিনি চান যে, তাঁকে কিছু ম্যাচ খেলার সুযোগ দেওয়া হোক, যাতে নিজের মূল্য প্রমাণ করতে পারেন। কিন্তু বর্তমানে, এমন সুযোগ তিনি পাচ্ছেন না। অন্যদিকে, রাহুল রান না পেলেও তাঁকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে, যা পন্থের মনে ক্ষোভের সৃষ্টি করেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ঃ পাকিস্তানে নতুন প্রাণের স্পন্দন

সূত্রের খবর অনুযায়ী, পন্থ তার সতীর্থদের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। তবে কোচ গম্ভীর, পন্থ অথবা দলের অন্য সদস্যরা এখনও এই বিষয়ে কিছু বলেননি। দুবাইয়ে ভারতের অনুশীলন সেশনেও পন্থকে নিয়মিত দেখা যাচ্ছে—ব্যাট করছেন এবং কিপিংও করছেন। তবে, এই পরিস্থিতি বাইরে থেকে দেখা না গেলেও দলের অন্দরেও কোনো সুখকর পরিবেশ নেই। কোচ গম্ভীরের ওপর ক্ষোভ এখনও কাটেনি পন্থের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর