CM Reaction on RGKar case

ব্যুরো নিউজ,১০ আগস্ট: আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই কর্মবিরতি শুরু করেছেন। রাজ্যের একের পর এক হাসপাতালে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। আর এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ মাধ্যমে বলেছেন, আমি ফাঁসির পক্ষে নই। তবে কোনো ঘটনায় যদি এরকম শিক্ষা দেওয়ার জন্য শাস্তির দরকার হয়, যাতে আর কেউ করার সাহস না পায়।

“বিচার চাই”প্ল‍্যাকার্ড হাতে বিক্ষোভ, আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা,পরিষেবা ব‍্যাহত আরজি কর হাসপাতালে

আর কি বললেন মুখ‍্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডাক্তাররা যে বিক্ষোভ দেখাচ্ছেন সেটা সঙ্গত। সংবাদ মাধ্যমে তার দাবি, ওরা যে দাবি জানাচ্ছে, তার সঙ্গে আমি একমত। তাই ওদের দাবি পুলিশ মেনে নিয়েছে। নির্দেশ দিয়েছি, ফাস্ট ট্র‍্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে দরকার হলে ফাঁসির আবেদন জানানো হোক। যে কালপ্রিট এটা করেছে, তার কোনো ক্ষমা নেই’। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, যদি রাজ্য সরকারের প্রতি আস্থা না থাকে তাহলে যেকোনো এজেন্সির কাছে তদন্তের জন্য আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে সিবিআই তদন্তে আপত্তি নেই। কারণ আমাদের কোনো কিছু লুকোনোর নেই। আমরা চাই, সঠিক তদন্ত হোক।

RG Kar Case: মাথায় হাত কোন “দাদার”!আরজি কর ঘটনায় ধৃত সঞ্জয়কে ঘিরে বাড়ছে রহস্য

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি তুলেছেন। পাশাপাশি বহু প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু। সিবিআই তদন্তের দাবির জন্য ওই মৃত তরুণী চিকিৎসকের পরিবার যদি চায়, তাহলে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান শুভেন্দু অধিকারী। এর সঙ্গেই ছাত্র সমাজকে তিনি এই বিষয়ে সোচ্চার হতে বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুক্রবার রাত দুটো পর্যন্ত সিপির কথা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় সিবিআই তদন্তে রাজ্য সরকারের আপত্তি নেই। ফলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে তদন্তের ব্যাপারে সহমত হতেই দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর