চা পাতার উপকারিতা

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর : চা তৈরি হয়ে গেলে অনেকেই চায়ের পাতা ফেলে দেন। কিন্তু জানেন কি এই ব্যবহৃত চা পাতা আপনার দৈনন্দিন জীবনে অসাধারণভাবে কাজে আসতে পারে? শুধু গাছের সার নয় আরও নানা উপায়ে চায়ের পাতা কাজে লাগাতে পারেন।

প্রয়াগ চিটফান্ড কেলেঙ্কারিতে ইডি’র বড় তল্লাশি অভিযান

জেনে নিন চা পাতার উপকারিতা কি

১) ক্ষত সারাতে: চায়ের পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। শরীরের কোথাও আঘাত লাগলে বা ছোটখাটো জখম হলে, চা পাতা গরম পানিতে সেদ্ধ করে ঠান্ডা করুন। তারপর সেই চা পাতা জখমের উপর লাগিয়ে রাখুন। এতে ব্যথা কমবে এবং দ্রুত আরাম মিলবে।

২) চোখের ক্লান্তি দূর করতে: দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে কাজ করলে চোখে ক্লান্তি ভর করে। ব্যবহৃত চা পাতা ঠান্ডা করে পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে চোখের উপর সেঁক দিন। এটি চোখকে আরাম দেবে এবং ক্লান্তি দূর করবে।

৩) ব্রণ কমাতে: ব্রণর সমস্যায় চা পাতা কার্যকরী। ব্যবহৃত চা পাতা সামান্য পানিতে ভিজিয়ে সেই পানিতে তুলো ডুবিয়ে মুখ পরিষ্কার করুন। সপ্তাহে ৩ দিন এটি করলে ব্রণর সমস্যা কমবে।

৪) কাঠের আসবাবপত্রের যত্ন: বাড়ির কাঠের আসবাব মজবুত ও চকচকে রাখতে চা পাতার লিকার অসাধারণ। ব্যবহৃত চা পাতা আবার সেদ্ধ করে লিকার তৈরি করুন। তারপর এই লিকার দিয়ে আসবাবপত্র মুছে নিন। এটি আসবাবকে মজবুত রাখবে এবং দীর্ঘদিন নতুনের মতো দেখাবে।

আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা, চলছে বিশ্বজোড়া খোঁজ

৫) দুর্গন্ধ দূর করতে: জুতো বা ফ্রিজে দুর্গন্ধ হলে চা পাতা ব্যবহার করুন। গ্রিন টি পাতা একটি পাতলা কাপড়ে ভরে জুতোর ভিতরে রেখে দিন। ২৪ ঘণ্টা পর দেখবেন দুর্গন্ধ উধাও। ফ্রিজে দুর্গন্ধ হলে একটি পাত্রে ব্যবহৃত চা পাতা রেখে দিন। ফ্রিজ ফ্রেশ হয়ে যাবে।

ফেলে দেওয়া চা পাতা দিয়ে ছোট ছোট সমস্যার অসাধারণ সমাধান সম্ভব! তাই ব্যবহার শেষে চা পাতা আর ডাস্টবিনে নয়, কাজে লাগান বুদ্ধিমানের মতো।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর