রেশমি দেশাই

ব্যুরো নিউজ ১৪ নভেম্বর :মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি নেওয়া রেশমি দেশাই আজ টেলিভিশন ইন্ডাস্ট্রির এক পরিচিত নাম। প্রায় ২০ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিরিয়াল যার মধ্যে ‘উত্তরণ’ তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়ে আছে কিছু অন্ধকার অধ্যায়। সম্প্রতি নিজের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন রেশমি যা এতদিন পর্যন্ত তিনি কাউকে জানাতে চাননি। সেই সময় তিনি কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন যা তাকে আজও মানসিকভাবে তাড়িত করে।

শুটিং সেটে গুরুতর আহত শাকিব খান, আঘাত উপেক্ষা করেই কাজ চালিয়ে গেলেন সুপারস্টার

কাস্টিং কাউচের শিকার হয়ে মায়ের সাহসে ঘুরে দাঁড়িয়েছিলেন

রেশমি জানিয়েছেন, ‘অডিশনের জন্য একদিন আমাকে একটি ফাঁকা জায়গায় ডাকা হয়েছিল। সেখানে গিয়ে দেখি আশেপাশে কেউ নেই। তখন আমার বয়স ছিল মাত্র ১৬ বছর। হঠাৎই সেখানে কেউ আমার অজ্ঞান করার চেষ্টা করেন। নিজেকে রক্ষা করার জন্য কোনওভাবে পালিয়ে আসি সেখান থেকে। পরে পুরো বিষয়টি মাকে জানাই।’

দেব ও শুভশ্রী কি আবার রুপোলি পর্দায় একসঙ্গে কাজ করবেন?কী বললেন দেব

এই ঘটনা শুনে রেশমির মা চুপ থাকেননি। পরের দিন সেই জায়গায় গিয়ে রেশমির মায়ের সাহসিকতায় সেই অভিযুক্ত ব্যক্তিকে সম্মুখীন করেন। রাগে ফেটে পড়ে অভিনেত্রীর মা তার মুখে কষিয়ে চড় মারেন এবং অন্যায় সহ্য না করার একটি শক্ত বার্তা দেন। মায়ের এই সাহস ও দৃঢ় মনোবলই তাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে।

রেশমি জানান, এত দীর্ঘ কেরিয়ারে তিনি অনেক ভালো মানুষকেও পাশে পেয়েছেন। যারা তার সাফল্যে সহায়তা করেছেন। এই ঘটনার মাধ্যমে তিনি বোঝাতে চান ইন্ডাস্ট্রির সঙ্গে ভাল-মন্দ মিলেই জীবন এগিয়ে চলে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর