Virat kholi

ব্যুরো নিউজ,৩ এপ্রিলঃ  চলতি আইপিএল মরসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বুধবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের (GT) কাছে ৮ উইকেটে হারতে হয়েছে বিরাট কোহলিদের। তবে শুধু হারই নয়, ম্যাচের মাঝেই আঙুলে চোট পেলেন কোহলি। যদিও বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়েছেন, চোট গুরুতর নয়।

IPL 2025; চেন্নাইয়ে ১৭ বছর পর আরসিবির জয়, শীর্ষস্থান মজবুত আইপিএল

কীভাবে চোট পেলেন কোহলি?

গুজরাতের ইনিংসের ১২তম ওভারে ঘটে ঘটনাটি। পঞ্চম বলে সাই সুদর্শনের একটি শট বাউন্ডারির দিকে যাচ্ছিল। সেটি আটকাতে ঝাঁপিয়ে পড়েন কোহলি, কিন্তু বল সরাসরি লাগে তাঁর আঙুলে। তখনই তাঁকে কষ্ট পেতে দেখা যায়। মাঠেই ফিজিও ছুটে আসেন কোহলির কাছে। যদিও চোট পাওয়ার পরও ফিল্ডিং চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে কোচ ফ্লাওয়ার জানিয়েছেন, “কোহলিকে দেখে বেশ ভালোই লাগল। সে কোনো গুরুতর সমস্যার কথা বলেনি।” চোটের ধাক্কা সামলে খেলায় ফিরলেও, ব্যাট হাতে এই ম্যাচে ছন্দে ছিলেন না কোহলি। বেঙ্গালুরুর ইনিংসে মাত্র ৭ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। দলের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে কিছুটা লড়াই দেন লিয়াম লিভিংস্টোন (৫৪), জিতেশ শর্মা (৩৩) এবং টিম ডেভিড (৩২)। তবুও ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বেঙ্গালুরু মাত্র ১৬৯ রানই তুলতে পারে।

দিল্লি বনাম লখনউ: হাইভোল্টেজ আইপিএল ম্যাচ কার দাপট বেশি?

গুজরাতের হয়ে দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সিরাজ। তিনি নিজের পুরনো দলের বিরুদ্ধে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। তবে সেই পারফরম্যান্সও বেঙ্গালুরুকে জয় এনে দিতে পারেনি। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় গুজরাত। ওপেনার জস বাটলার বিধ্বংসী ৭৩ রান করেন, আর সাই সুদর্শন করেন ৪৯ রান।

টানা দুই ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল বেঙ্গালুরু। কিন্তু এই ম্যাচের হার তাদের জন্য বড় ধাক্কা। দলের সেরা তারকা কোহলির চোটও কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। যদিও এখন পর্যন্ত পাওয়া তথ্যে বলা হয়েছে, চোট গুরুতর নয়। আগামী ম্যাচগুলিতে বেঙ্গালুরু কীভাবে ঘুরে দাঁড়ায়, এবং কোহলি শতভাগ ফিট হয়ে খেলতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

Today petrol price: আজ পেট্রল ও ডিজেলের দাম কোন রাজ্যে কত থাকছে এক নজরে জেনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর