ramkrishna mission durga puja exhibition

ব্যুরো নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ : ১৮ সেপ্টেম্বর থেকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে শুরু হচ্ছে এক অনন্য তিন দিনব্যাপী প্রদর্শনী। ‘মহামায়া’ শীর্ষক এই প্রদর্শনীতে দেবী দুর্গাকে বিভিন্ন মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনীটি চলবে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।

‘হেরিটেজ অ্যান্ড উই’ নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে দুর্গা পূজার শত শত বছরের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। সংস্থার সভাপতি অসিত পাল, সহ-সভাপতি ড. শঙ্খ বসু এবং সম্পাদক সৌভিক রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ এনে এই প্রদর্শনীকে অনন্য করে তুলেছেন।

Supreme Court : সুপ্রিম কোর্টে বিষ্ণুমূর্তি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য, প্রধান বিচারপতির পদক্ষেপে অসন্তুষ্ট সনাতনীরা

প্রাচীন সামগ্রী এবং দুর্গা দেবীর নানা রূপ

প্রদর্শনীতে দুর্গা দেবীর দুর্লভ মূর্তি, পুরোনো মুদ্রা, টোকেন, ডাকটিকিট, লেবেল, লিথোগ্রাফ, অফসেট প্রিন্ট, পুরোনো ফটোগ্রাফ এবং উপজাতিদের আঁকা দুর্গা দেবীর ছবি দেখতে পাওয়া যাবে। এছাড়াও তিনশো বছরের পুরোনো পূজার বাসনপত্র, বই এবং দেশলাই বাক্সে দুর্গা দেবীর ছবিও প্রদর্শিত হবে।

সাবার্না সংগ্রহশালা, কোচবিহার আর্কাইভ, কলকাতার নকশিকাঁথা, এখন সত্যজিৎ এবং ভাগলপুর হেরিটেজ সোসাইটির সংগ্রহ এখানে দেখানো হবে। প্রায় ২৯ জন প্রসিদ্ধ সংগ্রাহক এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সৌমেন নাথ, কিঞ্জল বসু, সুজান বসু, দেবাশিস দাশগুপ্ত, চিত্রলেখা দে, শম্ভু রায়, এষা বসু এবং চন্দ্রশেখর বসু মজুমদার প্রমুখ উল্লেখযোগ্য।

Supreme Court : বিচার ব্যবস্থায় হিন্দু ধর্ম ও বিশ্বাস নিয়ে বিতর্ক: একের পর এক ঘটনায় বাড়ছে ক্ষোভ

রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার মিউজিয়াম এবং আর্ট গ্যালারিতে নন্দলাল বসু, যোগেন চৌধুরী, পরেশ মাইতি, সনাতন দিন্দা-সহ আধুনিক ও পুরনো অনেক শিল্পীর কাজ রয়েছে। এছাড়াও স্বামী বিবেকানন্দের জীবনকে ফুটিয়ে তোলা একটি বিশদ কাঁথার ট্যাপেস্ট্রিও এখানে স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর