ram navami
ব্যুরো নিউজ, ৩ এপ্রিল: ধর্মীয় সম্প্রীতির নজির গড়তে চলেছে পশ্চিমবঙ্গের মালদহ। সাম্প্রদায়িক বিভেদকে দূরে সরিয়ে রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিতে চলেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুধু অংশগ্রহণই নয়, মিছিলে অংশগ্রহণকারীদের জন্য জল, সরবত ও পুষ্পবৃষ্টির আয়োজন করছে স্থানীয় মুসলিম কমিটিগুলি।আটকোশী মুসলিম কমিটির সম্পাদক আসিফ হোসেন বলেন, “আমাদের মালদহ সম্প্রীতির মাটি। । প্রতিবছরের মতো এবারও আমরা মিছিলে অংশ নেব এবং প্রয়োজনীয় সহায়তা করব।”

রাম নবমীর মিছিলে সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত মালদহের মুসলিম সম্প্রদায়

সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বৈঠকের আয়োজন বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে চূড়ান্ত প্রস্তুতি নির্ধারিত হবে। বৈঠকে ঠিক করা হবে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য জল, সরবত, পুষ্পবৃষ্টি ও মিষ্টিমুখ করানোর পরিকল্পনা।অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের মালদহ শাখার সম্পাদক তাপস সুকুল জানিয়েছেন, “রাম সকলের। তাই মুসলিম ভাইয়েরা যদি শোভাযাত্রায় অংশ নিতে চান, আমরা সাদরে তাঁদের স্বাগত জানাই।”রাম নবমী উদযাপন কমিটির সম্পাদক কাজল গোস্বামীও জানান, “আমাদের মিছিল শান্তিপূর্ণভাবে হবে।। সকল ধর্মের মানুষ আমাদের পাশে আছেন এবং থাকবেন।”

শুটিং সেটে কঠোর, ব্যক্তিত্বে স্নেহময়ী— অপরাজিতার চোখে নন্দিতা রায়

ধর্মীয় উৎসবে সম্প্রীতির বার্তা সাম্প্রতিক সময়ে ধর্মীয় উত্তেজনার আবহের মধ্যেও মালদহের এই উদ্যোগ সম্প্রীতির শক্তিশালী বার্তা দিচ্ছে।  রাম নবমীর শোভাযাত্রা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি পরিণত হচ্ছে সম্প্রীতির এক মহোৎসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর