রাম নবমীর মিছিলে সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত মালদহের মুসলিম সম্প্রদায়
সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বৈঠকের আয়োজন বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে চূড়ান্ত প্রস্তুতি নির্ধারিত হবে। বৈঠকে ঠিক করা হবে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য জল, সরবত, পুষ্পবৃষ্টি ও মিষ্টিমুখ করানোর পরিকল্পনা।অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের মালদহ শাখার সম্পাদক তাপস সুকুল জানিয়েছেন, “রাম সকলের। তাই মুসলিম ভাইয়েরা যদি শোভাযাত্রায় অংশ নিতে চান, আমরা সাদরে তাঁদের স্বাগত জানাই।”রাম নবমী উদযাপন কমিটির সম্পাদক কাজল গোস্বামীও জানান, “আমাদের মিছিল শান্তিপূর্ণভাবে হবে।। সকল ধর্মের মানুষ আমাদের পাশে আছেন এবং থাকবেন।”
শুটিং সেটে কঠোর, ব্যক্তিত্বে স্নেহময়ী— অপরাজিতার চোখে নন্দিতা রায়
ধর্মীয় উৎসবে সম্প্রীতির বার্তা সাম্প্রতিক সময়ে ধর্মীয় উত্তেজনার আবহের মধ্যেও মালদহের এই উদ্যোগ সম্প্রীতির শক্তিশালী বার্তা দিচ্ছে। রাম নবমীর শোভাযাত্রা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি পরিণত হচ্ছে সম্প্রীতির এক মহোৎসবে।