পুষ্পা ২

ব্যুরো নিউজ, ৬ ডিসেম্বর : অশেষ প্রতীক্ষার পর মুক্তি পেল ২০২৪ সালের বহুল আলোচিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর সাফল্যের পর থেকেই দর্শকরা অপেক্ষায় ছিলেন এই সিক্যুয়েলের জন্য। কিন্তু তিন বছরের দীর্ঘ সময়ে পরিচালক সুকুমার এবং তার দলকে পার করতে হয়েছে নানা বাধা। নায়ক অল্লু অর্জুনের শারীরিক অসুস্থতা থেকে শুরু করে বিশাল সেট নির্মাণের জটিলতা— সব কিছু পার করে অবশেষে তৈরি হলো চার ঘণ্টা নয় মিনিটের এই বিশাল ছবি।

একের পর এক বক্স অফিস জয় রণবীর সিংয়ের! কোন সিনেমার জন্য কত আয় করেছে?

ছবিতে সামাজিক বার্তাও রয়েছে

ছবিটির গল্পে যেমন অ্যাকশনের আধিক্য তেমনই রয়েছে উত্তরের রাজস্থানি পুলিশ আধিকারিক ভাঁওর সিংহ শেখাওয়াতের (ফাহাদ ফাসিল) সঙ্গে দক্ষিণের চন্দনকাঠ চোরাকারবারি পুষ্পার (অল্লু অর্জুন) দ্বন্দ্ব। এ এক রূপক অর্থে উত্তর-দক্ষিণ ভারতের সামাজিক-রাজনৈতিক বিরোধের ছবি। পুষ্পাকে উপস্থাপন করা হয়েছে এক ‘অতিমানব’ হিসেবে— শক্তিশালী পরিপূর্ণ পুরুষ যিনি নারীর সম্মানের জন্য লড়াই করেন, শত্রু দমন করেন এবং নিজেকে মাতৃভক্ত ও পত্নীব্রতী হিসেবে দেখান।ছবিতে সামাজিক বার্তাও রয়েছে। নারীর অসম্মানের প্রতিবাদ, পণপ্রথার বিরোধিতা এবং সন্তানদের জন্য ‘ডোনেশন’ দিয়ে স্কুলে ভর্তি করানোর প্রবণতাকে নিন্দা করা হয়েছে সংলাপের মাধ্যমে। তবে এই শিক্ষণীয় বার্তাগুলি গল্পের অ্যাকশন এবং নাটকের ছত্রছায়াতেই চাপা পড়ে যায়।যা দর্শকের নজর কাড়বে তা হলো ছবির সিনেমাটোগ্রাফি এবং ফাইট কোরিয়োগ্রাফি। মিরস্লাভ কুবা ব্রোজেকের ক্যামেরায় পাহাড়, জঙ্গল এবং বৃষ্টিমাখা রাতের দৃশ্য যেন জীবন্ত হয়ে ওঠে। ড্রোন শট এবং নিখুঁত অ্যাকশন দৃশ্য ছবির মান বাড়িয়েছে। ফাইট কোরিয়োগ্রাফির জন্য পিটার হিন, কেচন কামফকডি, ড্র্যাগন প্রকাশ এবং নবকান্তের দক্ষতা প্রশংসার দাবিদার।

শীঘ্রই বন্ধ হতে চলেছে মুকেশ অম্বানীর ওটিটি প্ল্যাটফর্ম ‘জিও সিনেমা’

তবে দীর্ঘ সময় ধরে চলা মারামারি-কাটাকাটির দৃশ্য ছবিকে একঘেয়ে করে তোলে। নারীর ভূমিকা খুবই সীমিত। রশ্মিকা মন্দানার মতো অভিনেত্রীকেও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে দূরে রাখা হয়েছে।ছবির শেষ পরিণতিতে দেখা যায় পুষ্পা তার অজ্ঞাত পরিচয় এবং নিম্নস্থান থেকে উঠে এসে সমাজে গ্রহণযোগ্যতা পায়। দক্ষিণ ভারতের ঐতিহ্যকে সমুন্নত রেখে ছবি শেষ হয় যা একদিকে বিপ্লবী আবার অন্যদিকে ঐতিহ্য রক্ষাকারী।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর