ব্যুরো নিউজ, ১৪ জুন: এসএসসি দুর্নীতির পর এবার প্রকাশ্যে পিএসসি দুর্নীতি। দুর্নীতির অভিযোগে গ্রেফতার ২। ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নদিয়া থেকে গ্রেফতার করা হয় দুজনকে।
আজ মুক্তি পাওয়ার কথা ছিল, সুপ্রিম নির্দেশে বিতর্কিত ‘হামারে বারাহ’-র মুক্তি স্থগিত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার
ধৃত শঙ্কর বিশ্বাসের বাড়ি কল্যাণীতে, ধৃত আর একজন পাপাই দাসের বাড়ি ধুবুলিয়ায়। প্রথমে কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করে। পরে এই মামলায় হাইকোর্ট সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। জানা গিয়েছে প্রশ্নপত্র করে অভিযুক্তরা উত্তর তৈরি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিত।
ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল পিএসসি। ১৬ ও ১৭ মার্চ ওই পদে নিয়োগের জন্য পরীক্ষাও হয়। সেই পরীক্ষায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছে দুজন। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলাও হয়। বিচারপতি রাজাশেখর মান্থা এপিল মাসে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে গ্রেফতার হন দুজন।