ব্যুরো নিউজ ১৩ আগস্ট ২০২৫ : প্যালেস্টাইনে ইসরায়েলের সামরিক অভিযানে “গণহত্যা” এবং গাজায় “লক্ষ লক্ষ মানুষকে অনাহারে মারার হুমকি” বিষয়ক কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর একটি এক্স (পূর্বে টুইটার) পোস্ট ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এর জবাবে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আযার প্রিয়াঙ্কার মন্তব্যের কড়া সমালোচনা করে তাকে “লজ্জাজনক প্রতারক” বলে অভিহিত করেছেন।
প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ
মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধী তার এক্স পোস্টে লেখেন, “ইসরায়েলি রাষ্ট্র গণহত্যা চালাচ্ছে। তারা ৬০,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ১৮,৪৩০ জন শিশু। তারা শত শত মানুষকে, যার মধ্যে অনেক শিশুও রয়েছে, অনাহারে মেরেছে এবং লক্ষ লক্ষ মানুষকে অনাহারে মারার হুমকি দিচ্ছে।” তিনি আরও বলেন, “নিরবতা এবং নিষ্ক্রিয়তার মাধ্যমে এই অপরাধগুলোকে সমর্থন করাও একটি অপরাধ। এটা লজ্জাজনক যে ভারত সরকার ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”
Israel : নেতানিয়াহুর গাজা অভিযানের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি অস্ট্রেলিয়ার ।
ইসরায়েলি রাষ্ট্রদূতের কড়া জবাব
প্রিয়াঙ্কার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রদূত রিউভেন আযার পাল্টা আক্রমণ করেন। তিনি লেখেন, “আপনার প্রতারণা লজ্জাজনক। ইসরায়েল ২৫,০০০ হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে। বেসামরিকদের আড়ালে হামাসের লুকানো, মানুষকে সরিয়ে নেওয়ার সময় বা ত্রাণ নেওয়ার সময় তাদের ওপর গুলি চালানো এবং রকেট হামলার মতো জঘন্য কৌশল ব্যবহারের কারণেই এত সংখ্যক মানুষ মারা গেছেন।”
রাষ্ট্রদূত আরও বলেন, “ইসরায়েল গাজায় ২০ লক্ষ টন খাদ্য সরবরাহ সহজ করেছে, অথচ হামাস সেই খাদ্য আটকে রেখে কৃত্রিমভাবে অনাহার তৈরি করার চেষ্টা করছে। গত ৫০ বছরে গাজার জনসংখ্যা ৪৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এখানে কোনো গণহত্যা হচ্ছে না। হামাসের দেওয়া সংখ্যা বিশ্বাস করবেন না।”
প্যালেস্টাইন সমর্থক ব্যাগ ও বিজেপির প্রতিক্রিয়া
গত বছর ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধীকে একটি ব্যাগে “Palestine” লেখা নিয়ে দেখা গিয়েছিল। সেই ব্যাগে একটি তরমুজের প্রতীক ছিল, যা প্যালেস্টাইনের সঙ্গে সংহতির একটি আন্তর্জাতিক প্রতীক। সেই সময় বিজেপি সাংসদ এবং মুখপাত্র সম্বিত পাত্র এই ঘটনার সমালোচনা করে বলেছিলেন, “নেহেরু থেকে প্রিয়াঙ্কা বঢরা পর্যন্ত তারা সবসময় তোষণ-এর থলি বহন করে চলেছেন।”
Israel : ইসরায়েলে নেতানিয়াহু সরকারে ভাঙন: সমর্থন প্রত্যাহার কট্টরপন্থীদের !
হামাস এবং ইসরায়েলের অবস্থান
গত বছরের ৭ই অক্টোবরের পর থেকে ইসরায়েলি জাতি এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার। হামাসের হামলায় নির্দোষ বেসামরিকদের হত্যা, তরুণদের ওপর গুলি চালানো এবং নারীদের প্রকাশ্যে বিবস্ত্র করে ঘোরানোর মতো ঘটনা তাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। হামাস এই যুদ্ধে গাজার জনসংখ্যা এবং ইসরায়েলি বন্ধকদের উভয়কেই পণবন্দী করে রেখেছে। ইসরায়েল এই চরম সন্ত্রাসের বিরুদ্ধে একটি আপোষহীন অবস্থান গ্রহণ করেছে এবং যে কোনো মূল্যে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে বদ্ধপরিকর।