অন্তঃস্বত্ত্বা

ব্যুরো নিউজ,২ নভেম্ববর :মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার লালপুর গ্রামে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে জমি নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আনার সময় এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী রশ্নি যিনি মাত্র পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা। স্বাস্থ্যকেন্দ্রে তার স্বামীর বেড পরিষ্কার করতে বাধ্য হয়েছেন—এমন অভিযোগ উঠেছে।

নারকেলডাঙা ঘটনায় ভুয়ো খবরের বিরুদ্ধে কলকাতা পুলিশের সতর্কবার্তা

অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে এই কাজ করতে কে বলল?

নভেম্বরের শুরুতেই রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলেন আইএমডি!

ঘটনাটি গত বৃহস্পতিবারের, যখন চারজন গুলিবিদ্ধ হন। নিহতের মধ্যে ছিলেন একজন বাবা ও তার ছেলে, অন্য দুই ছেলে শিবরাজ এবং রামরাজকে গদাসরাই হেল্থ সেন্টারে ভর্তি করা হয়। শিবরাজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযোগ করা হয়েছে, হাসপাতালের কর্মীরা রশ্নিকে বেড পরিষ্কার করতে বলেন যা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অসম্মানজনক।

বিমানের পর ট্রেনে বোমাতঙ্কের ঘটনায়, আতঙ্কিত যাত্রীরা

একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে রশ্নি রক্তমাখা কাপড় হাতে বেড পরিষ্কার করছেন। যদিও কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ড. চন্দ্রশেখর তেকম দাবি করেছেন, তারা রশ্নিকে বেড পরিষ্কার করতে বলেননি। রক্তের দাগ মুছতে বলেছিলেন যেন তিনি সেই প্রমাণ পরে ব্যবহার করতে পারেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর