Pradhan-Mantri-Matru-Vandana-Yojana-1

ব্যুরো নিউজ ৭ আগস্ট ২০২৫ : গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার পরিচালিত ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’ (PMMVY)-এর রেজিস্ট্রেশনের সময়সীমা ১৫ অগাস্ট ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রক এই বিশেষ রেজিস্ট্রেশন অভিযানের সময় বৃদ্ধি করেছে, যার মাধ্যমে সমস্ত যোগ্য মহিলাদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।

যোজনার উদ্দেশ্য ও সুবিধা

এই যোজনাটি প্রথম ২০১০ সালে চালু করা হয়েছিল এবং ২০১৭ সালে নতুন নামকরণ করা হয়। এর প্রধান উদ্দেশ্য হল গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাদ্যের জন্য আর্থিক সহায়তা দেওয়া, স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং কন্যা সন্তানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা।
এই যোজনার অধীনে, প্রথমবার মা হলে কেন্দ্রীয় সরকার ৫,০০০ টাকা দেয়। যদি কোনো মহিলা দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দেন, তাহলে ৬,০০০ টাকা দেওয়া হয়। এই অর্থ Direct Benefit Transfer (DBT)-এর মাধ্যমে সুবিধাভোগীর আধার-সংযুক্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়।

CPM support TMC : ভোটব্যাঙ্কের জন্য ‘বাংলাদেশিদের’ রক্ষা করায় তৃণমূলের পাশে বামফ্রন্ট, পাল্টা আক্রমণে বিজেপি

অর্থ প্রদানের পদ্ধতি

প্রথমবার গর্ভধারণের ক্ষেত্রে, প্রথমে গর্ভধারণের রেজিস্ট্রেশনের সময় ৩,০০০ টাকা দেওয়া হয়। এরপর সন্তানের জন্মের রেজিস্ট্রেশনের সময় দ্বিতীয় কিস্তি হিসেবে ২,০০০ টাকা দেওয়া হয়। দ্বিতীয়বার গর্ভধারণের সময় যদি কোনো কন্যাসন্তানের জন্ম হয়, তাহলে এককালীন ৬,০০০ টাকা প্রদান করা হয়।

কারা এই সুবিধা পাবেন?

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে:

  • গর্ভবতী মহিলার বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।
  • যাদের মনরেগা কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা, ই-শ্রম কার্ড, বিপিএল কার্ড রয়েছে অথবা যারা প্রতিবন্ধী, তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।


PM Modi : কৃষক-মৎস্যজীবীদের স্বার্থে , “চড়া মূল্য দিতে প্রস্তুত” । ট্রাম্পের শুল্কের মুখে অনড় মোদী

সাফল্য ও পরিসংখ্যান

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার আওতায়, সারা দেশে ৪ কোটিরও বেশি মহিলা অন্তত একটি কিস্তির সুবিধা পেয়েছেন। সরকার এখন পর্যন্ত মোট ১৯,০২৮ কোটি টাকা বিতরণ করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) অনুসারে, এটি মিশন শক্তির ‘সমর্থ্য’ উপ-প্রকল্পের অধীনে পরিচালিত একটি কেন্দ্রীয় স্পনসর করা প্রকল্প, যার মূল লক্ষ্য মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি।

আবেদন করুন : https://web.umang.gov.in/landing/scheme/detail/pradhan-mantri-matru-vandana-yojana_pmmvy.html.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর