ব্যুরো নিউজ, ১ অক্টোবর :কলকাতা বিমানবন্দরের সামনে একটি বাড়ির রঙ নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ‘জয় মাতা দি’ অ্যাপার্টমেন্টটি, যেটি গেরুয়া রঙে রঞ্জিত, তা সম্পূর্ণভাবে সবুজ কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেরার কথা রয়েছে। তিনি যদি এয়ারপোর্টের রাস্তা দিয়ে ফিরে আসেন এবং এই অ্যাপার্টমেন্টটি দেখে ক্ষুব্ধ হন, সেই কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলকাতা মেট্রোতে তরুণীর নাচের রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলেছে বিতর্কের ঝড়
মমতা দেখে ক্ষুব্ধ হন
জুনিয়ার চিকিৎসকদের প্রতিবাদে উত্তাল কলকাতা, নিরাপত্তার দাবিতে মশাল মিছিল
বাড়ির মালিক পান্না বর্ধন। অ্যাপার্টমেন্টের গেরুয়া রঙ দেখে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তার মতে, মুখ্যমন্ত্রী এর ফলে ‘অস্বস্তিতে’ পড়বেন। সেই কারণেই স্থানীয় পুর প্রশাসন জোর করে এই কাজটি করেছে। পুলিশও তাদের সাহায্য করেছে।
শুভেন্দুর মতে, গেরুয়া রঙ হল ত্যাগের প্রতীক, যা স্বামী বিবেকানন্দের আদর্শের সঙ্গে জড়িত। তিনি প্রশ্ন তোলেন, ‘যদি সূর্যর দাপটে আকাশ গেরুয়া হয়, তা কি রাজ্য প্রশাসন ঢাকা দিতে পারবে?’
চলতি বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তির স্বীকৃতি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রঙের রাজনীতির বিরুদ্ধে আগেও মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন, সরকারি সবকিছুর নীল-সাদা রঙের ব্যবহার একটি নির্দিষ্ট নিয়ম। সম্প্রতি নবান্নের সভায় তিনি বলেন, ‘উত্তরবঙ্গে গিয়ে দেখলাম, ভবনগুলির টিনে লাল ও গেরুয়া রঙ লাগানো হয়েছে’। তিনি প্রশ্ন তুলেছেন, ‘এটা আমাদের রং নয়’।
এছাড়া, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন না মেনে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নীল-সাদা রঙের জন্য অর্থ আটকে থাকার কথাও জানিয়েছেন তিনি। ফলে, রঙ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন কিছু নয়। আজ শুভেন্দু অধিকারী আবারও এই বিতর্কে আগুন লাগালেন।