পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের জীবনে নতুন লক্ষ্য

ব্যুরো নিউজ ১২ নভেম্বর : দ্বিতীয়বারের জন্য বাবা হয়েছেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক, তার বর্তমান সঙ্গিনী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। তাদের কন্যা সন্তান জন্ম নেয় ২ নভেম্বর। এই খবর নিয়ে ফের আলোচনায় কাঞ্চন ও তার ঘনিষ্ঠ মহল। এমনকি তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ও।

ট্রাম্প-পুতিন ফোনালাপে যুদ্ধ বন্ধের আবেদন, মস্কোর দাবি ‘ভিত্তিহীন’

“জীবন কোনো রূপকথা নয়” বললেন অভিনেত্রী

পিঙ্কি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কালো পোশাকে সেলফি শেয়ার করেছেন, মাথায় ফুল-পাতার মুকুট নিয়ে। ক্যাপশনে তিনি লিখেছেন, “জীবন কোনো রূপকথা নয়, কিন্তু প্রতিটি জীবনেই কিছু রূপকথার ছোঁয়া থাকে। সেটাকে খুঁজে নিতে হবে, বিশ্বাস করতে হবে, উপভোগ করতে হবে।”সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তার সাহস ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “সবসময় ভালো থেকো, শক্ত থাকো।” আরেকজন লিখেছেন “ভালোবাসা কঠিন জিনিস, তার মায়া ভয়ঙ্কর।” অনেকেই তাকে “স্বপ্ন পরী” বা “সেক্সি” বলে অভিহিত করেছেন।টেলিভিশন ও সিনেমাতে কাজ করেছেন পিঙ্কি। ‘প্রজাপতি’, ‘চিনি’, ‘টনিক’ এবং ‘দেখ কেমন লাগে’র মতো ছবিতেও দেখা গিয়েছে তাকে। এছাড়াও, তিনি একটি ইউটিউব চ্যানেল চালান ‘আনবাক্স’ নামে। তার অনুপ্রেরণামূলক পোস্টগুলোর জন্যও সোশ্যাল মিডিয়ায় শক্ত ফ্যানবেস গড়ে তুলেছেন।

বিমান বসু হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা স্থিতিশীল

২০২৪ সালের শুরুর দিকেই কাঞ্চনের সঙ্গে তার ডিভোর্স চূড়ান্ত হয়, যদিও তার আগে প্রায় দুই বছরের আইনি জটিলতা চলেছে। পিঙ্কি অভিযোগ করেছিলেন, কাঞ্চন এবং শ্রীময়ী তকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করতেন। কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর সম্পর্কের অভিযোগও তোলেন তিনি। ডিভোর্সের সময় ছেলের ভবিষ্যতের কথা ভেবে পিঙ্কি ৫৬ লাখ টাকা খোরপোশ গ্রহণ করেন। খোরপোশ নিয়ে কেউ ট্রোল করার চেষ্টা করলে তিনি বলেছিলেন, “বেকার নই, অবলা নই, ক্যাবলাই বা হব কেন!”

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর