Pilgrims flock to Bakreshwar on Shivratri

ব্যুরো নিউজ, ৮ মার্চ: আজ মহা শিবরাত্রি। প্রতিটি জায়গায় ভক্তদের ভিড় উপচে পড়ছে, সেরকমই আমাদের ক্যমেরায় ধরা পড়ল বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরের ছবি। সেখানেও প্রচুর মানুষের জমায়েত। সকাল থেকেই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছেন ভক্তরা।

শিব সেবায় ব্যস্ত ভক্তরা

‘ওঁ নমঃ শিবায়’ এই মন্ত্রেই মিলবে ফল

আর এই দুদিন  ভক্তদের ব্যাপক সমাগম থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ থেকে দর্শনার্থীরা সকলেই তা মনে করছেন। আর সেই ভিড় সামলাতে প্রশাসনিক কর্মকর্তাদের ব্যস্ততাও তুঙ্গে। যাতে পুণ্যার্থীরা বা ভক্তরা শিবের মাথায় সুষ্ঠ, শৃঙ্খলা ভাবে জল দিতে পারে তার ব্যবস্থা কঠোর করা হয়েছে। শিবচতুর্দশী তিথি শুরু হচ্ছে রাত্রি আটটা নাগাদ এবং শনিবার সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত থাকবে শিবচতুর্দশী তিথি। বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বক্রেশ্বর মন্দির ও সেবাইত উন্নয়ন কমিটির পক্ষ থেকে পূণ্যার্থীদের সুবিধার্থে যথাযথ কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর