ব্যুরো নিউজ, ১২ জুন, শর্মিলা চন্দ্র : ঘোষিত হল নয়া সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন। লোকসভা নির্বাচন শেষ হয়ে সরকার গঠন প্রক্রিয়াও শেষ হয়েছে। এবার ঘোষিত হল সংসদের প্রথম অধিবেশনের দিন। বুধবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স হ্যান্ডেলে জানান, প্রথম লোকসভা অধিবেশন হবে আগামী ২৪ জুন। ২৭ জুন শুরু হবে রাজ্যসভার অধিবেশন। শেষ হবে ৩ জুলাই।
শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ আদালতের
এক্স হ্যান্ডেলে দিন ঘোষণা কিরেন রিজিজুর
১০ দিন ধরে চলবে এই সংসদ অধিবেশন। নির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন প্রথম দিন। পাশাপাশি তাদের পরিচয় দেবেন। রাষ্ট্রপতির ভাষণ হবে ২৭ জুন। নতুন সরকারের আগামী ৫ বছর কি কি পরিকল্পনা রয়েছে সেগুলি তুলে ধরবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব পাঠ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অধিবেশনে লোকসভার স্পিকারও নির্বাচিত হবেন।