চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জার বিদায়

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ব্যর্থতার মুখে পড়েছে পাকিস্তান দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে নামলেও গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে। একটি ম্যাচেও জয় না পাওয়ায় কড়া সমালোচনার মুখে পড়েছেন দলের সিনিয়র ক্রিকেটাররা। সেই ধাক্কায় বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

৭ কোটি টাকার চেক বাউন্স মামলায় গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার সেহবাগের ভাই!

গ্রুপ পর্বেই শেষ পাকিস্তানের স্বপ্ন

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে পরাজিত হয় পাকিস্তান। এরপর ভারতের বিরুদ্ধে ছয় উইকেটের হার তাদের বিদায় নিশ্চিত করে দেয়। শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি বাতিল হয়, ফলে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়েই বিদায় নিতে হয় বাবর আজমদের। প্রাক্তন পাক ক্রিকেটাররা এই ব্যর্থতার জন্য কড়া সমালোচনা করেছেন।

দল থেকে বাদ বাবর-রিজওয়ান, ক্ষোভে বাবরের বাবা

চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর নিউজিল্যান্ড সফরের জন্য নতুন দল ঘোষণা করেছে PCB। এতে জায়গা হয়নি দলের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের। ছেলের বাদ পড়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাবরের বাবা আজম সিদ্দিকি।

তিনি বলেন, “আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েও বাবরকে বাদ দেওয়া হলো! সে পারফর্ম করে আবার ফিরবে। যারা ওকে নিয়ে কথা বলছেন, তাদের ভাষা ব্যবহারে সংযত হওয়া উচিত। প্রাক্তন ক্রিকেটারদের জাতীয় দলে ফেরার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, তাই তাঁরা যেন কথা বলার আগে ভাবেন।”তিনি আরও বলেন, “আমি বাবরের প্রথম ও শেষ কোচ, মুখপাত্র, মেন্টর ও সবচেয়ে বড় শুভাকাঙ্খী। যারা অযথা সমালোচনা করছেন, তারা ধৈর্য ধরুন। পাকিস্তান জিন্দাবাদ!”

আইপিএলে ইডেনে নাইট রাইডার্সের ম্যাচের টিকিটের দাম বাড়ল, রামনবমীতেও ম্যাচ অপরিবর্তিত

প্রাক্তন ক্রিকেটারদের কড়া সমালোচনা

পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সে প্রাক্তন খেলোয়াড়রা চরম অসন্তুষ্ট। অনেকেই বলছেন, সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই, তাই নতুনদের সুযোগ দেওয়া দরকার। তবে বাবরের বাবা মনে করেন, মাঠে পারফরম্যান্স দিয়েই তাঁর ছেলে সমালোচকদের জবাব দেবে।চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান দল নিউজিল্যান্ড সফরে কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর