trade

ব্যুরো নিউজ, ৮ মে : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনা। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এই নাম এখন শুধু সীমান্ত পারের সাফল্য নয়, দেশে বাণিজ্যিক দুনিয়ার নতুন টার্গেট হয়ে উঠেছে। অভিযানের ২৪ ঘণ্টার মধ্যেই ‘অপারেশন সিঁদুর’ নামের ট্রেডমার্ক পাওয়ার জন্য শিল্প ও বাণিজ্য মন্ত্রকে চার-চারটি আবেদন জমা পড়েছে। সেনা সূত্রে দাবি, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ৯টি লক্ষ্যবস্তুতে বিমানহানা চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। সেই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

শিশুর জন্মের সময় ফর্সা থাকলেও পরে কেন শ্যামলা হয় জানেন? জানুন এর বিজ্ঞানসম্মত কারণ

সেনা অভিযানের নামেই বাণিজ্যিক লড়াই

বুধবার সকাল ১০টা ৪২ মিনিটে প্রথম ট্রেডমার্কের আবেদন করেন মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। সেনার মিডিয়া ব্রিফিং চলাকালীনই আরও তিন আবেদন জমা পড়ে। মুম্বইয়ের মুকেশ আগরওয়াল, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কংল সিংহ এবং দিল্লির অলোক কোঠারি— তিন জনই নিজেদের নামে ট্রেডমার্ক চেয়ে আবেদন করেছেন। আগরওয়াল ‘ডিভাইস’-এর জন্য আবেদন করলেও বাকিরা মনোরঞ্জন, সিনেমা, ওয়েব সিরিজ় এবং প্রকাশনার জন্য এই নামের মালিকানা চাইছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন অপেক্ষার অনুরোধ,শুনলেন না কেন রাজ্যপাল?

বিশেষজ্ঞদের মতে, নামটি বাণিজ্যিক ব্যবহারের লক্ষ্যে নেওয়া হচ্ছে, তা আবেদনপত্র দেখলেই বোঝা যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে— সেনা অভিযানের নাম কি বাণিজ্যিক স্বত্ব হিসেবে ব্যবহার করা যায়? ট্রেডমার্ক আইন বলছে, প্রতিরক্ষা মন্ত্রক যদি আপত্তি না জানায়, তাহলে আইনত এতে বাধা নেই। তবে যদি এই নাম মানুষের আবেগের বিরুদ্ধে বা বিভ্রান্তিকর বলে মনে হয়, তবে ট্রেডমার্ক বাতিলও হতে পারে।

ওয়াকফ ইস্যুতে ক্ষুব্ধ মমতা!মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা “প্ররোচনা দেবেন না, শত্রু হয়ে যাব” দিল্লিতে আন্দোলনের পরামর্শ

১৯৯৯ সালের ট্রেডমার্ক আইন অনুযায়ী, নামের প্রথম আবেদনকারীই যে মালিক হবেন, তা নয়। প্রথমে আবেদন জমা দিয়ে নাম জার্নালে প্রকাশ করতে হয়। এরপর আপত্তি এলে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয় মন্ত্রক। অতীতে অনেক ট্রেডমার্ক দেওয়া হলেও পরে তা বাতিল করার নজির রয়েছে। তাই এই ‘অপারেশন সিঁদুর’-এর ট্রেডমার্ক নিয়ে শেষ পর্যন্ত কী হয়, তা সময়ই বলে দেবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর