destruction

ব্যুরো নিউজ,৮ মে: ভারতীয় বায়ুসেনার সাফল্যজনক ‘অপারেশন সিঁদুর’-এর পরে দক্ষিণ এশিয়ায় ফের উত্তেজনার পারদ চড়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পরে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সব দেশের জন্য। পাশাপাশি সীমান্তে গোলাগুলির মাত্রাও বেড়ে গিয়েছে। সীমান্তে ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।

“অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

এই ক্রমবর্ধমান সঙ্কটের মধ্যে দিল্লিতে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কড়া নজর রাখা হচ্ছে পরিস্থিতির দিকে। আজকের দিনেও এই উত্তেজনার আবহেই নজর থাকবে সীমান্তে এবং দুই দেশের কূটনৈতিক পদক্ষেপের দিকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন অপেক্ষার অনুরোধ,শুনলেন না কেন রাজ্যপাল?

অভ্যন্তরীণ দিকেও তৎপরতা, নজর অর্থনীতিতে

এদিকে, এই সঙ্কটের সুযোগ নিয়ে যাতে কৃষিপণ্যের কালোবাজারি না বাড়ে, সে দিকেও সজাগ পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ নবান্নে কৃষি বিপণন সংক্রান্ত বৈঠক ডাকা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রুখতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেই দিকে তাকিয়ে রাজ্যবাসী। এর মধ্যেই জমে উঠেছে আইপিএলের প্লে-অফ লড়াই। আজ সন্ধ্যায় মুখোমুখি পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি হতে চলেছে ধর্মশালায় এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে। এই ম্যাচের ফল প্লে-অফের সমীকরণে বড় প্রভাব ফেলবে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস এবং জিয়ো সিনেমা অ্যাপে।

মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!

আন্তর্জাতিক মঞ্চেও নজর কাড়ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে রাশিয়া তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ইউক্রেনকেও একই পথে চলার আহ্বান জানানো হয়েছে। এদিকে, আবহাওয়ার খবরে কিছুটা অস্বস্তির ইঙ্গিত মিলেছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজকের দিনেও গরমের তেমন কোনও স্বস্তি মিলবে না। বৃষ্টির সম্ভাবনা কম। ফলে গরমের মাত্রা কতটা বাড়ে, সে দিকেও নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর