ব্যুরো নিউজ, ৮ মে : ভারতীয় সেনার পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’-এর পর দেশজুড়ে বিমানবন্দরে জারি হয়েছে চরম সতর্কতা। উত্তেজনার আবহে দেশের উত্তর, পশ্চিম এবং মধ্যাঞ্চলের প্রায় ২৭টি বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় রয়েছে শ্রীনগর থেকে শুরু করে গুজরাতের পোরবন্দর পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর। প্রাথমিক ভাবে শনিবার, ১০ মে পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
উত্তেজনা বাড়তেই আকাশপথে কড়াকড়ি
দেশের বিমান পরিবহণে এই বড়সড় বিঘ্ন এসেছে সেনার প্রত্যাঘাতের ঠিক পরেই। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এয়ার-সহ একাধিক দেশি এবং বিদেশি বিমান সংস্থা তাদের নির্ধারিত উড়ান বাতিল করেছে। শুধুমাত্র ভারতীয় সংস্থাগুলিই বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৩০টি ফ্লাইট বাতিল করেছে। এর জেরে যাত্রীদের ভোগান্তি বেড়েছে অনেকটাই। বিমান চলাচলের তথ্যসংস্থা ফ্লাইটরাডার২৪-র রিপোর্ট বলছে, কাশ্মীর থেকে গুজরাত পর্যন্ত পশ্চিম ভারতের আকাশপথ কার্যত স্তব্ধ। আন্তর্জাতিক ফ্লাইটগুলিও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুটে ভারতে নামছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন অপেক্ষার অনুরোধ,শুনলেন না কেন রাজ্যপাল?
সূত্রের খবর, বন্ধ থাকা বিমানবন্দরগুলির তালিকায় রয়েছে — শ্রীনগর, জম্মু, লেহ, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, পটিয়ালা, ভাতিন্ডা, হলওয়ারা, পঠানকোট, ভুন্তর, শিমলা, গগ্গল, ধর্মশালা, কিশনগড়, জৈসলমের, জোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশোদ, ভুজ, গ্বালিয়র এবং হিন্ডন। এদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে।