ওড়িশা সরকার ৩,৫০০ একর জমি ফেরত দিচ্ছে

ব্যুরো নিউজ,১৪ নভেম্বর:ওড়িশা সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে, বেদান্ত বিশ্ববিদ্যালয় গড়ার জন্য অধিকৃত ৩,৫০০ একর জমি জমির মালিকদের ফিরিয়ে দেওয়া হবে। বুধবার এই ঘোষণা করেছে ওড়িশা সরকার। এই জমি নিয়ে একাধিক আইনি জটিলতা ছিল। ২০১০ সালে ওড়িশা হাইকোর্ট এক রায় দিয়েছিল, যেটি পরে সুপ্রিম কোর্টও মেনে নেয়। সেই রায়ের পরই রাজ্য সরকার এই জমি মালিকদের ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে।

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার ইন ক্যামেরা বিচার শুরু

‘বেদান্ত ফাউন্ডেশন’

গত বছর, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সমর্থন করে জানায়, জমিটি অনৈতিকভাবে অধিগ্রহণ করা হয়েছিল। এর আগে, অনিল আগারওয়াল ফাউন্ডেশন এই জমি অধিগ্রহণের জন্য আবেদন করেছিল, কিন্তু আদালত তাদের আবেদন খারিজ করে দেয়। ফাউন্ডেশনটি একটি প্রাইভেট সংস্থা, পাবলিক সংস্থা নয়, এবং এই বিষয়টি আদালতে গুরুত্ব পায়।ওড়িশা সরকারের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারী জানিয়েছেন, আগামী ১-২ দিনের মধ্যে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতিতে করা হবে। বেদান্ত ফাউন্ডেশন একাধিকবার নিজেদের নাম পরিবর্তন করেছে। প্রথমে তারা ‘স্টারলাইট ফাউন্ডেশন’ নামে আত্মপ্রকাশ করে, পরে ‘বেদান্ত ফাউন্ডেশন’ এবং অবশেষে ‘অনিল আগারওয়াল ফাউন্ডেশন’ নামে পরিচিতি পায়।

ট্রাম্পের সমর্থনে তুলসি গ্যাবার্ডঃ গোয়েন্দা প্রধান হিসেবে তার নতুন ভূমিকা

এছাড়াও, সরকার জানায় যে ৫০৯ একর জমি, যা আগে অনিল আগারওয়াল ফাউন্ডেশনকে দেওয়া হয়েছিল, সেটাও ফেরত নেওয়া হবে। ব্যক্তিগত মালিকানাধীন জমির ক্ষেত্রে, যারা ক্ষতিপূরণ পেয়েছিলেন, তারা সেই অর্থ ফেরত দেবেন এবং পরবর্তীতে তাদের জমি ফিরে আসবে। রাজস্ব বিভাগ প্রয়োজনীয় রেকর্ড সংশোধন করবে।বিজু জনতা দলের (বিজেডি) সরকার ২০০৬ এবং ২০০৭ সালে এই বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছিল। এর অধীনে প্রায় ২২টি গ্রামে ৩,৫০০ একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, এখন এই জমি মালিকদের ফেরত দেওয়া হবে ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর