noukadubi sundarban

ব্যুরো নিউজ, ২১ জুন: সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে বিপত্তি। ডুবে গেল একটি ট্রলার। নিখোঁজ ১৩ জন মৎস্যজীবী।

দুদিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে ডুবল ট্রলার। জানা গিয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ট্রলারটি। মাছ ধরে ফেরার পথে ঘটে বিপত্তি। জলের হোস্ট পাইপ ফেটে ডুবে যায় ট্রলার। কাছাকাছি থাকা অন্যান্য মৎস্যজীবীদের ট্রলার এগিয়ে এসে ১৮জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। তবে জানা গিয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন।

BJP Helpline

গত ১৫ রায়দিঘি ঘাট থেকে আসিয়া নামে ট্রলারে করে মাছ ধরতে যায় ওই মৎসজীবীরা। গত সোমবার থেকে মৎস্যজীবী সহ ট্রলারের খোঁজ না পেয়ে, বিষয়টি জেলা মৎস্য দফতর ও প্রশাসনকে জানিয়েছে মৎস্যজীবী সংগঠন। এখনও খোঁজ মেলেনি ট্রলারের। নিখোঁজ ১৩ জন মৎস্যজীবী- সহ ট্রলারটির খোঁজ চালানো হচ্ছে। নিখোঁজ মৎস্যজীবীরা সকলেই সুন্দরবন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর