নতুন বিজ্ঞপ্তিতেই এখন ভরসা
রাজ্যে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হতেই স্কুল সার্ভিস কমিশন (SSC) প্রকাশ করেছে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি। তবে নিয়োগ প্রক্রিয়ার গতি বাড়াতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবিতে ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও, সোমবার তাদের আবেদন সরাসরি খারিজ করে দিল শীর্ষ আদালত।
বিচারপতি সঞ্জয় কুমার ও অলোক আরাধের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় — “মূল মামলার রায় ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। বারবার একই বিষয়ে আদালতের সময় নষ্ট করা যাবে না।” আদালতের পর্যবেক্ষণ, “আমরা আগেই পুরো প্যানেল বাতিল করেছি। অতিরিক্ত কোনো আবেদন শোনা হবে না।” তবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নতুন বিষয়ে হাই কোর্টে যাওয়ার স্বাধীনতা দিয়েছে সুপ্রিম কোর্ট।
বড় প্রশ্নের মুখে বর্ধমান স্টেশন
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের পর থেকেই রাজ্যের গ্রুপ C ও D কর্মীদের বেতন বন্ধ রয়েছে গত ছয় মাস ধরে। দাগমুক্ত শিক্ষকরা চাকরিতে বহাল থাকলেও শিক্ষাকর্মীদের অবস্থা অনিশ্চিত।
সম্প্রতি এসএসসি নতুন করে গ্রুপ সি ও ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা নিয়ে ফের আশার আলো দেখছেন বহু প্রার্থী। তবে শীর্ষ আদালতের বার্তা পরিষ্কার — “আইনের পথে চলুন, নতুন করে মামলা নয়।”