আশায় রাজ্য সরকারি কর্মীরা

ব্যুরো নিউজ: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্টে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বহুলচর্চিত ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতিরা। মামলার স্ট্যাটাস এখন “Heard and Reserved”, অর্থাৎ শুনানি সম্পূর্ণ হলেও রায় ঘোষণার দিন এখনও নির্ধারিত হয়নি। এই অবস্থাতেই মামলাটি নতুন মোড় নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সাম্প্রতিক লিখিত আবেদনের ফলে।

বড় প্রশ্নের মুখে বর্ধমান স্টেশন

ওয়াকিবহাল মহলের মতে, যৌথ মঞ্চের এই আবেদন সরকারি কর্মীদের জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ডিএ কোনও সরকারি অনুদান নয়, বরং এটি কর্মচারীদের আইনি অধিকার। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI)-এর ভিত্তিতে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ডিএ প্রদানের বাধ্যবাধকতা রয়েছে রাজ্য সরকারের। যৌথ মঞ্চ আরও জানায়, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ROPA ২০০৯ নীতিমালা অনুযায়ীও এ নিয়ম কার্যকর, কিন্তু সরকার তা মানছে না।

তুলনা টেনে বলা হয়েছে, কেরালা, মেঘালয় ও সিকিমের মতো রাজ্যগুলি নিয়মিত ডিএ প্রদান করছে। এমনকি দিল্লির বঙ্গ ভবন ও চেন্নাইয়ের যুব ছাত্রাবাসে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পাচ্ছেন, অথচ রাজ্যের কর্মীরা বঞ্চিত—যা সংবিধানের ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।

গ্রহ রত্ন কেলেঙ্কারিতে ভূমিকম্প

সূত্রের খবর, দীপাবলির ছুটি শুরু হওয়ার আগেই, অর্থাৎ ২০ অক্টোবরের মধ্যে রায়দান হতে পারে। যদিও সুপ্রিম কোর্টের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে এখন আশার আলো—হয়তো বহু বছরের অপেক্ষার অবসান হতে চলেছে এই রায়ের মাধ্যমেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর