ব্যুরো নিউজ,৩০ আগস্ট:আর মাত্র কয়েকটা দিন,তারপরই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের মহা উৎসব দুর্গাপূজা। আর এর সাথে কেনাকাটি তো এখন থেকেই শুরু হয়ে গেছে। পুজোর নতুন জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং করে নতুন নতুন জুতো কেনা হয়ে থাকেই। কিন্তু অনেকেই আছেন পুজোতে নতুন জুতো পড়ে হাঁটার সময় ফোস্কার জ্বালায় খোড়াতে খোড়াতে ঠাকুর দেখে। এই অস্বস্তিকর পরিস্থিতিতে মোটামুটি সব মহিলাকেই পড়তে হয়। এই উপায় গুলি মানলে পূজোতে নিশ্চিন্তে হেঁটে চলে বেড়াতে পারবেন। পড়বে না পায়ে ফোস্কা।
জানুন গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে কোন ডাল উপকারী?
জুতোর ফোস্কা থেকে বাঁচুন এই উপায়ে
ফর্সা হতে পুজোর আগে এই ফেস প্যাকটি ব্যবহার করুন
নতুন জুতো পড়ার সময় গোড়ালি আর আঙ্গুলেই ফোস্কা পড়তে দেখা যায়। জুতো পড়ার সময় যেসব জায়গাগুলিতে ফোস্কা পড়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলিতে বডি স্প্রে বা ডিওডোরেন্ট লাগিয়ে নিন। এতে আপনার জুতোর সাথে পায়ের মধ্যে ঘর্ষণ হবে না ফলে ফোস্কাও পরবেনা।নতুন জুতো পড়ার আগে ভালো করে পায়ে সর্ষের তেল বা নারকেল তেল মাখিয়ে নিন এতে ফোস্কা পরার ঝুঁকি অনেকটাই কম থাকে।এছাড়া আর একটি উপায় আছে জুতোর সঙ্গে মোজা পরা। একজোড়া মোটা সিন্থেটিক মোজা পড়ে তারপর জুতো পড়ুন। এতে আপনার জুতোর সাথে পা ঘষা লাগবে না ফলে ফোস্কা পড়ার ভয় থাকবে না।
তাছাড়া যে জায়গাগুলিতে ফোস্কা পড়ে সেই সব জায়গাগুলিতে ভেসলিন লাগিয়ে জুতো পড়তে পারেন।