স্টার থিয়েটারের নতুন অধ্যায়

ব্যুরো নিউজ,৩০ ডিসেম্বর:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের আগেই একটি চমকপ্রদ ঘোষণা করেছেন। কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের নামকরণ করা হয়েছে ‘বিনোদিনী মঞ্চ’ হিসেবে। সন্দেশখালির একটি সভায় তিনি এই ঘোষণা করেন, যা নাট্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে আনন্দের ঢেউ তুলেছে।

রাজ্য সরকারি কর্মচারীদের সেলফ অ্যাপ্রেসাল রিপোর্টের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত, কিন্তু ডিএ কি দিচ্ছে সরকার?

গুরুত্বপূর্ণ কেন্দ্র

১৮৮৩ সালে প্রতিষ্ঠিত এই নাট্যমঞ্চটি বাংলা নাট্যজগতের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর নেপথ্যের কারিগর ছিলেন বিনোদিনী দাসী, যিনি একজন বিশিষ্ট নাট্যকর্মী এবং সমাজকর্মী। স্টার থিয়েটারে নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ শ্রীরামকৃষ্ণ পরমহংস, এবং এখানে দর্শন দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহামানবরা। যদিও বর্তমান সময়ে এই থিয়েটারে কিছুটা আধুনিকতার ছোঁয়া এসেছে, তবুও তার ঐতিহ্য আজও অটুট রয়েছে।এখন, নতুন বছরে স্টার থিয়েটারের এই নামকরণ বিনোদিনী দাসীর প্রতি সম্মান প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালে মুক্তি পাবে বাংলা সিনেমা ‘বিনোদিনী: নটীর উপাখ্যান’, যা বিনোদিনী দাসীর জীবনকাহিনী অবলম্বনে নির্মিত। তার আগেই স্টার থিয়েটারের নতুন নামকরণ যেন এই মহান নাট্যশিল্পীর প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানো।

বর্ষবরণের রাতে কলকাতা মেট্রোর বিশেষ ব্যবস্থা, কি ব্যাবস্থা জানুন

স্টার থিয়েটারের ভবনটি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা। ২০১২ সালে এই ভবনটি সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল। যদিও ৯০ দশকে একটি বড় অগ্নিকাণ্ডে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপর কলকাতা পুরসভা এটি পুনর্নির্মাণ করে এবং থিয়েটারের কার্যক্রম চালু করে। বর্তমানে এই থিয়েটারে সিনেমা প্রদর্শন ছাড়াও নাটক মঞ্চস্থ হয়, যেখানে পুরোনো স্থাপত্যশৈলী বজায় রেখে আধুনিক সুবিধাও যুক্ত করা হয়েছে।বিনোদিনী দাসীর নামেই এই নতুন নামকরণ বাংলা নাট্যজগতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল, যা নাট্যকলার প্রতি শ্রদ্ধার এক সুন্দর নিদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর