RTGS

রাজীব ঘোষ, ১৫ সেপ্টেম্বর: NEFT ও RTGS কোনটি নিরাপদ? কীভাবে টাকা পাঠাবেন?

টাকা পাঠানোর জন্য ব্যাঙ্কে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আর অপেক্ষা করার দিন শেষ। পুরোপুরি বদলে গিয়েছে ব্যাঙ্কিং সিস্টেম। অনলাইনের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিমেষের মধ্যে (Online Money Transfer System) টাকা ট্রান্সফার করে দেওয়া যায়। আর এর ফলে ব্যাঙ্কিং লেনদেন প্রক্রিয়া হয়ে গিয়েছে খুবই সহজ।

অ্যাকাউন্ট খুললেই মালামাল! ঘোষণা ব‍্যাঙ্কের

শুধু তাই নয়, ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ টাকার Transaction-এর সময় আর চিন্তা করতে হয় না। এক চুটকিতে পৌঁছে দেওয়া যায় এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে। দেশের মধ্যে এই পেমেন্ট সিস্টেম চালু রয়েছে দুই পদ্ধতিতে। একটি হলো, National Electronic Fund Transfer বা NEFT ও অন‍্যটি হল, Real Time Gross Settlement বা RTGS।

দাবিহীন ১ লক্ষ কোটি টাকা পড়ে | দাবি জানাতে পারেন আপনিও

এবার এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে, এনইএফটি ও আরটিজিএস কোন পদ্ধতিতে টাকা পাঠাবো? কোন পদ্ধতিতে টাকা পাঠালে নিমেষের মধ্যেই টাকা ট্রান্সফার করে দেওয়া যাবে? এই দুই পদ্ধতির মধ্যে কোনটি সবচেয়ে বেশি নিরাপদ? এবার এই প্রশ্নের জবাব পেতে হলে দুই পদ্ধতি সম্বন্ধে একটু জেনে নেওয়ার প্রয়োজন।

প্রথমেই দেখা যাক NEFT পদ্ধতি- এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে এই NEFT পদ্ধতিতে টাকা পাঠানো যায়। তবে লেনদেনের ক্ষেত্রে সময় বেশি লেগে যেতে পারে। এমনকি NEFT-তে টাকা পৌঁছতে ২ ঘন্টার বেশি সময় লাগতে দেখা গিয়েছে। তবে যদি কোনও কারণে ২ ঘণ্টার মধ্যে টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না পৌঁছয় তাহলে সেই টাকা ব্যাঙ্ককে ফেরৎ দিতে হয়।

এবার হলো RTGS পদ্ধতি- মোটা অঙ্কের টাকা ট্র‍্যানজাকশন করার জন্য RTGS পেমেন্ট সিস্টেমকেই সাধারণত ব্যবহার করা হয়। জরুরী পরিস্থিতিতে নিমেষের মধ্যে টাকা পাঠানোর জন্য সঠিক পদ্ধতি হল আরটিজিএস। তবে RTGS করতে গেলে ন্যূনতম ২ লক্ষ টাকা পাঠাতে হবে। আর সর্বোচ্চ হল ৫ লাখ। ২ লাখ টাকার জন্য গড়ে ৩০ টাকা এবং ৫ লাখ টাকার জন্য ৫৫ টাকা করে চার্জ কেটে নেয় ব্যাঙ্ক। এই পদ্ধতি সম্পূর্ণ নিরাপন ও যিনি টাকা পাঠাবেন তাকেই এই ফি দিতে হয়। এক কথায় আরটিজিএস হল রিয়েল টাইম লেনদেন। তবে যদি আধ ঘন্টার মধ্যে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা না পৌঁছে যায় তাহলে ব্যাঙ্ককে সেই টাকা ফেরৎ দিতে হবে।

মেয়াদ প্রায় শেষের পথে | ২০০০ টাকার কতগুলি নোট ঘরে ফিরল?

তবে বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, NEFT-র তুলনায় RTGS-এ টাকা নিমেষের মধ্যে পৌঁছে যায়। তাই যদি খুব দ্রুত টাকা পাঠাতে হয় তাহলে আরটিজিএস পদ্ধতি সঠিক ও এটি সম্পূর্ণ নিরাপদ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর