ব্যুরো নিউজ, ১৪ জুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কয়েক বছর ধরেই চরমে রাজ্য- রাজনীতি। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে চাকরি। এমনকি ওএমআর সিতেও কারচুপির অভিযোগ। অভিযোগ ওঠে সাদা পাতা জমা দেয়েও চাকরি হয়েছে। এই অভিযোগ তুলেই কয়েক বছর ধরে রাজপথে ধর্নায় চাকরি প্রার্থীরা। আর এবার NEET-এ দুর্নীতির অভিযোগ।
ফের বিতর্ক! জামিন নিতে গিয়ে কেন দীর্ঘক্ষণ সরকারি আইনজীবীর ঘরে বসে সোহম?
চিকিৎসক হতে গেলে তার জন্য নির্ধারিত যে প্রবেশিকা পরীক্ষা রয়েছে, সেটাই হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্ট বা NEET। স্নাতক স্তরে এমবিবিএস, বিডিএস ও আয়ুষ কোর্স নিয়ে পড়ার জন্য উত্তীর্ণ হতে হয় এই প্রবেশিকা পরীক্ষায়। এই পরীক্ষার র্যাঙ্কিংয়ের উপর নির্ভর করে সরকারি-বেসরকারি কলেজে পড়ার সুযোগ পান ডাক্তারি পড়ুয়ারা। আর এবার NEET-এও দুর্নীতির অভিযোগ।
NEET- নিয়ে একটা দুটো নয়, হাজার অভিযোগ উঠতে শুরু করেছে দেশ জুড়ে। প্রথমত ১৪ জুন নিট পরীক্ষার ফল প্রকাশ করা কথা ছিল। কিন্তু, ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই ফল প্রকাশ করা হয়এই পরীক্ষার। তড়িঘড়ি কেন NEET-এর ফল প্রকাশ করা হল তা নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে ফল প্রকাশ হতেই দেখা যায়, ৬৭ জন পরীক্ষার্থী ফুল মার্কস অর্থাৎ ৭২০ পেয়েছেন। তাঁদের মধ্যে ৬ জন পরীক্ষার্থীই হরিয়ানার ফরিদাবাদের সেন্টারে পরীক্ষা দিয়েছিলেন। দ্বিতীয় স্থানে থাকা পরীক্ষার্থীরা ৭২০-র মধ্যে ৭১৯ পেয়েছেন। এরপরেই প্রশ্ন উঠতে থাকে, কীভাবে এই নম্বর পেল পরীক্ষার্থীরা? এছাড়াও পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়েও অভিযোগ ওঠে। বিতর্ক তৈরি হয়েছে গ্রেস নম্বর নিয়েও।
এই সকল অভিযোগে ঝড় উঠেছে দেশ জুড়ে। একাধিক অভিযোগে তোলপাড় সামাজিক মাধ্যমও। দিল্লির এক মহিলার দাবি, তার এক পরিচিত নিট পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে ফিজিক্সে ১ পেয়েছেন। প্রাকটিক্যালের ২০ নম্বর মিলিয়ে তেনেতুনে পাস। তারপরেও সেই পরীক্ষার্থী নিট পরীক্ষায় প্রথম দশে র্যাঙ্ক করেছেন। এই দুই পরীক্ষায় কীভাবে নম্বরের বিস্তর তফাৎ তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
নিটের ‘র্যাঙ্ক বিভ্রাট’ নিয়ে গোটা দেশ জুড়ে ঝড় উঠেছে। সেই জল গড়ায় আদালত পর্যন্তও। হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়। এরই মধ্যে সুপ্রিম কোর্ট গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জনের মার্কশিট বাতিল করেছে। আগামী ২৩ জুন তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে বলে জানানো হয়েছে। ৩০ জুন সেই পরীক্ষার ফল প্রকাশ হবে। তবে নিট-ইউজি ২০২৪-র কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ করা যাবে না। পরিকল্পনা অনুযায়ীই কাউন্সেলিং হবে। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।