কালভারি ক্লাসের আরও একটি সাবমেরিন হাতে পেল ভারতীয় নৌসেনা । ডুবোজাহাজটির নাম ‘আইএনএস ভাজির’ । মুম্বই নৌসেনা ঘাঁটিতে যাত্রা শুরু ডুবোজাহাজটির। কালভারি ক্লাসের এটি পঞ্চম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌসেনার প্রধান এডমিরাল আর হরি কুমার। এছাড়াও ছিলেন ফরাসি কনসাল জেনারেল জন মার্স সেরেচারলেট। ডুবোজাহাজ আইএনএস ভাজিরের সঙ্গে যৌথভাবে যুক্ত হবে ফরাসি সংস্থা। ডিজেল ও ইলেকট্রিক চালিত এই ডুবোজাহাজটি হল স্করপিয়ন ক্লাসের। গত বছর ধরেই চিনকে টক্কর দিতেই নৌসেনা শক্তিবৃদ্ধি করে চলেছে। গত বছরই আইএনএস ভিক্রান্ত হাতে পেয়েছিল নৌসেনা। ফলে এই ডুবোজাহাজ চিন ও পাকিস্তানের মোকাবিলায় বড় ভূমিকা নেবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। নৌসেনা সূত্রের খবর ,স্টিলথ প্রযুক্তি থাকায় জাহাজটির অবস্থানও বোঝা খুব কঠিন হবে। ডুবোজাহাজটির সংখ্যা বাড়াতে ফ্রান্সের সঙ্গের প্রজেক্ট -৭৫ প্রকল্প শুরু করে ভারত। জাহাজটি মূলত বড় বড় শত্রু দমনেও সাহায্য করবে। জাহাজটিতে ওয়াটার মাইন ছাড়াও বিভিন্ন পাল্লার টর্পেডো হাতিয়ার হিসাবে রাখা হয়েছে। এই প্রসঙ্গে নৌসেনা প্রধান বলেন ,জাহাজটিতে একাধিক বিধ্বংসী হাতিয়ার দিয়ে সাজানো হয়। ফলে বড় বড় অপারেশনে থাকলে কোনো সমস্যা হবেনা। দুবছরে এই নিয়ে মোট ৩ টি ডুবোজাহাজ পেল ভারতীয় নৌসেনা।
