ইভিএম নিউজ ব্যুরো, ২৯ মেঃ (Latest News) ইসরোর মুকুটে এল নয়া পালক! বছরের পঞ্চম সফল রকেট লঞ্চ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) সোমবার সকাল ১১ টার সময় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএসভি (GSLV-F12) রকেটে করে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট NVS -01 মহাকাশে পাঠালো ইসরো। GSLV-F12 রকেটটির সাহায্যে মহাকাশে পাঠানো হয় এই উপগ্রহটি। মনে করা হচ্ছে, এই স্যাটেলাইট ভারতের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী বদল আনতে পারে।
জানা গিয়েছে, এই স্যাটেলাইটির সাহায্যে বিমান চলাচলে বিশেষ সাহায্য মিলবে। পাশাপাশি বিমানের গতিপথ নিয়ন্ত্রণ, দিক নির্দেশ, সময় নির্ধারণের মতো জটিল বিষয়গুলির ক্ষেত্রে সাহায্য করবে এই এনভিএস-০১ স্যাটেলাইটটি। এই স্যাটেলাইটকে দ্বিতীয় প্রজন্মও বলে মনে কর হচ্ছে। ভারত ও তার আশেপাশের ১৫০০ কিলোমিটার অঞ্চলের তথ্য সংগ্রহ করে বিমান চলাচলে সাহায্য করতে পারবে এই স্যাটেলাইট। স্যাটেলাইটের ওজন ২২৩২ কিলোগ্রাম। যা থেকে ২.৪ কিলোভোল্ট শক্তি উৎপন্ন করতে সক্ষম এনভিএস-০১। ১২ বছর এই স্যাটেলাইটটি মহাকাশে ঘুরে ঘুরে নিজের কাজ করে যেতে পারবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
উৎক্ষেপণের ২০ মিনিট পরে প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ GSLV-F12 রকেটটি সফলভাবে NVS-01স্যাটেলাইটটিকে ভূপৃষ্ঠ থেকে ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওসিনক্রোনাস অরবিটে স্থাপন করে। এই নির্দিষ্ট কক্ষপথে সৌরশক্তির সাহায্যে পৃথিবা প্রদক্ষিণ করবে দ্বিতীয় প্রজন্মের NVS-01 স্যাটেলাইটটি। নির্দিষ্ট কক্ষপথে ওই উপগ্রহকে স্থাপন করা গিয়েছে বলে ইসরোর খবর।সোমবার চন্দ্রযান -৩ নিয়েও বড় ঘোষণা করেন ISRO চেয়ারম্যান এস. সোমনাথ।
এই প্রসঙ্গে তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ই জুন এর মধ্যেই মহাকাশ পাড়ি দেবে এই চন্দ্রযান। প্রসঙ্গত, অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের দিকে রওনা হয়েছিল চন্দ্রযান-২। তার আগে উৎক্ষেপনের তারিখ বদল করেছিল ISRO। চন্দ্র অভিযান শুরুর সময়ের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, চন্দ্রযান ২ মিশন ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন তৎকালীন ISRO চেয়ারম্যান কে শিবন। ২০১৯-র ভুল আর করতে চাইছে না ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
সূত্রের খবর, চাঁদের বুকে চন্দ্রযান ২-র যে জায়গায় অবতরণের কথা ছিল, সেখানে চন্দ্রযান ৩-কে নামানো হবে না। পাশাপাশি, ল্যান্ডার ও রোভার নামানোর ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।(EVM News)