modi on opposition

ব্যুরো নিউজ, ৩০ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রী হিসেবে এবার হ্যাট্রিক করতে চলেছেন? রাজনীতির অন্দরমহলে এখন এই প্রশ্ন ঘোরাঘুরি করলেই মোদী কিন্তু একপ্রকার নিশ্চিত যে দেশের চালকের আসনে আবার তিনিই বসতে চলেছেন। আর সেই কারণে শপথেরও একপ্রস্থ পরিকল্পনা সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী। আর তাতে থাকছে বেশ কিছুও নতুনত্বও।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এ কেমন ‘যুদ্ধপন্থা’ কিমের! গুলি, মিসাইলের বদলে মলমূত্র! 

মাসখানেক আগে থেকেই শুরু হয়েছে পরিকল্পনা

সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার শপথে কিছু বদল ঘটাতে চলেছেন নরেন্দ্র মোদী। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ভবনেই প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে দুবার মোদী সেখানেই শপথ নিয়েছেন। অতীতে যাঁরা প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তাঁদেরও শপথ হয়েছে রাষ্ট্রপতি ভবনেই। কিন্তু এবার সেই নিয়মে কিছুটা বদল ঘটছে। এবার কর্তব্য পথে খোলা আকাশের নীচে শপথ নেবেন মোদী। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবে বেশ কিছু চমক। নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানকে জনতার দরবারে পৌঁছে দিতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। পাশাপাশি এনডিএ সরকার নিজেদের সেন্ট্রাল ভিস্তার প্রকল্প সকলের সামনে তুলে ধরতেই শপথগ্রহণ অনুষ্ঠানে নতুনত্ব।

BJP Helpline

সূত্রের খবর মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনা মাস খানেক আগে থেকেই ঠিক করা হচ্ছিল। বলা ভালো লোকসভা নির্বাচনের আগে থেকেই। তবে অনেকের প্রশ্ন যদি ফলাফল অন্যরকম কিছু হয়? এক্ষেত্রে বিজেপির ভোট ম্যানেজারের দাবি, অন্যরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। বিজেপি ৪০০ পারের দাবি তুলেছে, ৪০০ পার না হলেও মোদীর ক্ষমতায় ফেরা নিয়ে কোনও দ্বিমত নেই বলেই জানিয়েছে বিজেপির ভোট ম্যানেজার।

এখনও সপ্তম দফার নির্বাচন বাকি। ১ জুন সপ্তম দফার নির্বাচন শেষের পর ৪ জুন ফলাফল প্রকাশ। প্রধানমন্ত্রীর শপথের দিন নির্ধারিত করেছেন ৯ জুন। উল্লেখ্য, ২০১৪-তে ফল প্রকাশিত হয়েছিল ১৬ মে। সেবার মোদী শপথ নিয়েছিলেন ২৬ মে। ২০১৯-এর দিকে তাকালে দেখা যাবে ভোটের ফল প্রকাশিত হয়েছিল ২৩ মে। সেবার শপথ নিয়েছিলেন ৩০ মে। আর এবার ৪ জুন ফল বেরবে। আর মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরিকল্পনা করেছেন ৯ জুন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর